Lebanon: চরম আর্থিক সংকটে লেবানন, ডলারের অনুপাতে মুদ্রার মূল্যে ঐতিহাসিক ধস

মঙ্গলবার লেবানিজ পাউন্ডের বিনিময় হার মার্কিন ডলারের অনুপাতে ৩৪,০০০-এ নেমে এসেছে, যা এক সপ্তাহেরও কম সময়ের আগে ডলারের বিপরীতে ৩০,০০০ এর আগের রেকর্ড থেকেও কম।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি ডেইলি সাবার সৌজন্যে
Published on

লেবাননে ধস নামলো মুদ্রা বাজারে। দেশের অভূতপূর্ব আর্থিক সংকটের মধ্যে লেবানিজ পাউন্ড সমান্তরাল বাজারে নতুন ঐতিহাসিক নিম্ন স্তরে নেমে গেল। লেবাননের স্থানীয় মিডিয়া একথা জানিয়েছে।

মঙ্গলবার লেবানিজ পাউন্ডের বিনিময় হার মার্কিন ডলারের অনুপাতে ৩৪,০০০-এ নেমে এসেছে, যা এক সপ্তাহেরও কম সময়ের আগে ডলারের বিপরীতে ৩০,০০০ এর আগের রেকর্ড থেকেও কম। একথা জানিয়েছে এলনাশ্রা নিউজ ওয়েবসাইট।

আর্থিক অপরাধ বিষয়ক গবেষক মাহাসেন মুরসেল, জিংহুয়া বার্তা সংস্থাকে জানিয়েছেন, লেবাননের আমদানিকারকদের মধ্যে ডলারের ক্রমবর্ধমান চাহিদা লেবাননের পাউন্ডের সর্বশেষ নিম্নস্তরে নেমে যাওয়ার সূত্রপাত করেছে।

লেবাননের বিভিন্ন আমদানিকারক কোম্পানি, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধির সম্মুখীন। এইসব সংস্থা নিজেদের ব্যবসার অর্থায়নের জন্য কালোবাজার থেকে ডলার কেনে। মুরসেলের মতে এর কারণ, বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের প্রয়োজনীয় পরিমাণের মাত্র ২০ শতাংশ ডলার সরবরাহ করে।

তিনি আরও জানিয়েছেন, "দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা স্থানীয় মুদ্রার মূল্যের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে সাম্প্রতিক বিচারবিভাগীয় অভিযোগের কারণে ব্যাংকিং ব্যবস্থা আস্থা হারিয়েছে।"

রাজনৈতিক অস্থিরতা এবং নিম্নগামী অর্থনীতির কারণে মার্কিন ডলারের ঘাটতির মধ্যে লেবানন গত বছরগুলিতে এক অভূতপূর্ব আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। জিংহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in