Lakhimpur Kheri: অস্বস্তিকর ও মারাত্মক - বিচারের দাবি জন্মসূত্রে পঞ্জাবি ব্রিটিশ, কানাডিয়ান সাংসদের
জন্মসূত্রে পঞ্জাবি ব্রিটিশ ও কানাডিয়ান সাংসদরা উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভকে ঘিরে হিংসাত্মক ঘটনাকে অস্বস্তিকর ও মারাত্মক বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে মৃতদের জন্য বিচার প্রার্থনা করেছেন।
ব্রিটেনের লেবার পার্টির এমপি তনমঞ্জিত সিং ধেসি টুইটে বলেছেন ভারতের লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ কৃষক আন্দোলনে পিষে মৃত্যুর ঘটনার কথা জেনে বিপর্যস্ত লাগছে।অপূরণীয় ক্ষতির জন্য মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি বলেছেন তাঁর আশা প্রশাসন এবং সংবাদমাধ্যম উচিত ভূমিকা নেবে কারণ তাদের ন্যায়বিচার প্রাপ্য।
কানাডার এমপি টিম এস উপ্পল বলেছেন বিক্ষোভরত কৃষকদের উপর এই নৃশংস আক্রমণের কথা জেনে তিনি বেদনাহত। টুইটবার্তায় তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
আর এক কানাডিয়ান এমপি রুবি সাহোটা বলেছেন বিক্ষোভরত কৃষকদের উপর এই হিংসার কথা জেনে তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে।
হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনিও বিচারের দাবি জানিয়েছেন তাঁর টুইট বার্তায়।
এদিকে কানাডিয়ান এম পি প্রীত কৌর গিল বলেছেন, এই ঘটনা গভীর অস্বস্তিজনক। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনরত চার কৃষকের মৃত্যুর তদন্ত হওয়া উচিত।
- with Agency Inputs
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

