কাবুল বিমানবন্দর এখনও মার্কিনদের দখলে, তবে আটকে পড়া মার্কিনদের ফেরত আনা কঠিন কাজ মানছেন বাইডেন

হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেন, ‘ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধারকাজ এটি। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। তবে প্রতিটি আমেরিকানকে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য।’
কাবুল বিমানবন্দর এখনও মার্কিনদের দখলে, তবে আটকে পড়া মার্কিনদের ফেরত আনা কঠিন কাজ মানছেন বাইডেন
ফাইল চিত্র - সংগৃহীত

আফগানিস্তানে আটকে পড়া মার্কিনদের ফেরত আনা সবথেকে কঠিন কাজ। মনে করছে হোয়াইট হাউজ। সেদেশ থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের পর ধীরে ধীরে দখল করতে শুরু করে তালিবান। গোটা দেশ এখন তাদের হাতে। তালিবানদের স্বেচ্ছাচারী শাসনে ভীত, ত্রস্ত আমজনতা। কাতারে কাতারে মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

এরইমধ্যে মার্কিনিদের বায়ুসেনার বিমানে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে আমেরিকা প্রশাসন। এখনও মার্কিনদের দখলেই আছে কাবুল বিমানবন্দর। আফগানিস্তানে আটকে পড়া সবাইকে দেশে ফিরিয়ে আনা ইতিহাসে সবচেয়ে কঠিন উদ্ধারকাজ বলে মনে করছেন জো বাইডেন।

কাবুল বিমানবন্দর এখনও মার্কিনদের দখলে, তবে আটকে পড়া মার্কিনদের ফেরত আনা কঠিন কাজ মানছেন বাইডেন
আফগানিস্তানে কোনও অস্ত্র বিক্রি করা যাবে না, দেশের অস্ত্র ব্যবসায়ীদের জানিয়ে দিলেন বাইডেন

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেন, ‘ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধারকাজ এটি। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। তবে প্রতিটি আমেরিকানকে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য। সেই সঙ্গে যে সব আফগান আমেরিকায় আসতে চান তাঁদের নিয়ে আসারও চেষ্টা করছি।’

কাবুল বিমানবন্দর এখনও মার্কিনদের দখলে, তবে আটকে পড়া মার্কিনদের ফেরত আনা কঠিন কাজ মানছেন বাইডেন
‘আমেরিকার কিছু ভুল আছে, তার সমাপ্তি ঘটানো প্রয়োজন’ - জো বাইডেন

প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে ঘাঁটি গেঁড়ে থাকার পরও সেখানে কতজন মার্কিনি আছেন, তা জানেন না আমেরিকা প্রশাসন। বাইডেন বলেন, ‘এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষকে ফেরানো হয়েছে। কিন্তু সেখানে কতজন আটকে রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট জানা নেই আমাদের। তবে আমি স্পষ্ট বলতে চাই, যাঁরা দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনা হবে।’

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য ফঘরে-বাইরে সর্বত্র সমালোচনার মুখে পড়েছে হোয়াইট হাউজ। এই অবস্থায় দেশবাসীকে ফেরানোর প্রতিশ্রুতি পরিস্থিতি কতটা সামাল দিতে পারে, সেটাই দেখার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in