

শেষ ২৪ ঘণ্টায় লেবাননের ওপর কমপক্ষে ৬৫০ টি আক্রমণ করেছে ইজরায়েল। যে হানাদারিতে কমপক্ষে ৪৯২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১,৬৪৫ জন। মৃতদের মধ্যে ৩৫ জন শিশু। এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক।
লেবাননের ওপর ইজরায়েলের লাগাতার হানাদারিতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের লেবানন স্থিত আভ্যন্তরীণ বাহিনী। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে লেবাননের অবস্থা ভয়ংকর। অসামরিক নাগরিকদের জীবন বিপর্যস্ত। তাঁরা নিরাপত্তার অভাবে ভুগছেন। অবিলম্বে কূটনৈতিক ভাবে এই সমস্যার সমাধান খোঁজা উচিত।
ইজরায়েলি হানাদারিতে বর্তমানে বিপর্যস্ত লেবানন। ইজরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধের আশঙ্কায় দেশের দক্ষিণ এবং পূর্ব প্রান্তের অধিবাসীরা দলে দলে নিজেদের বাসস্থান ছেড়ে অন্য আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন। ইতিমধ্যেই কাতার এয়ারওয়েজ বেইরুটে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে লেবাননের পাশাপাশি গাজাতেও হামলা বহাল রেখেছে ইজরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে শেষ ২৪ ঘণ্টায় ইজরায়েলি হানাদারিতে কমপক্ষে ২৪ জন প্যালেস্টিনিয়র মৃত্যু হয়েছে এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।
লেবাননে আক্রমণ প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু জানিয়েছেন, তাঁরা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার মধ্যে সমস্ত যোগাযোগ নষ্ট করে দিতে চান।
যদিও বিশেষজ্ঞদের মতে, হামাসের থেকে অনেক বেশি শক্তিধর হিজবুল্লা গোষ্ঠী। যারা লেবাননে ইজরায়েলি হামলার পাল্টা হিসেবে লাগাতার ইজরায়েলের বিভিন্ন এয়ার বেসের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
লেবাননের ওপর এই আক্রমণের কড়া নিন্দা করেছেন বেলজিয়ামের উপ প্রধানমন্ত্রী পেট্রা ডে সুট্টের। এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি জানিয়েছেন, ইজরায়েলের এই ভয়ংকর আক্রমণ এই অঞ্চলের সমস্যার কোনও সমাধান করতে পারবে না। শুধুমাত্র কূটনৈতিক স্তরে আলোচনাই এই সমস্যা মেটাতে পারে এবং নাগরিকদের নিরাপদ রাখতে পারে। যুদ্ধবিরতিই এই সমস্যা মেটাতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন