Iran-Israel Conflict: আকাশ পথ খুলে দিল ইরান! রাতেই নয়াদিল্লিতে ফিরছেন ১০০০ ভারতীয়

People's Reporter: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতীয়দের ফিরিয়ে আনতে বুধবার 'অপারেশন সিন্ধু' শুরু করে নয়াদিল্লি। প্রথম পর্যায়ে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

আরও তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সংঘর্ষ। শুক্রবার সপ্তম দিনে পড়েছে এই সংঘর্ষ। এই সংঘাতের জেরে দুই দেশে আটকে পড়েছে বাইরের দেশের বহু মানুষ। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে নাগরিকদের দেশে ফেরানোর জন্য 'অপারেশন সিন্ধু' চালু করেছে নয়াদিল্লি। আর এবার শুধুমাত্র ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে দিতে আকাশ পথ খুলে দিল ইরান সরকার।

জানা গেছে, মাশহাদ থেকে মাহান এয়ারের চার্টার্ড বিমানে ভারতের এক হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে প্রথম বিমানটি শুক্রবার রাতে দিল্লিতে অবতরণের কথা রয়েছে। কর্তৃপক্ষের তরফের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, "যে সমস্ত ভারতীয়রা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে"। শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দু’টি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা।

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতীয়দের ফিরিয়ে আনতে বুধবার 'অপারেশন সিন্ধু' শুরু করে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়। প্রথম পর্যায়ে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়। বিবৃতিতে জানানো হয়, ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়াদের নয়াদিল্লি ফেরানো হয়।

ইরানের পর এবার ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে সক্রিয় হচ্ছে ভারতীয় দূতাবাস। এই বিশেষ উদ্ধার অভিযানে, প্রথমে স্থলপথে, তার পরে বিমানে করে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in