
এবার বাংলাদেশে দুষ্কৃতীদের নিশানায় রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর ম্যুরালে কালি মাখানোর অভিযোগ উঠল। পাশাপাশি, কবির নামের বানানও বিকৃত করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার ঝড়। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, কালি মোছা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লেপে দেওয়া হয়েছে। পাশপাশি, ম্যুরালের নীচে লেখা কবির নামের বানানও বিকৃত করে দেওয়া হয়েছে। সেই সমস্ত ছবি, ভিডিও সামনে আসার পর থেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। এমনকি ম্যুরাল এবং সৌধের উপর কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। (যদিও সেই সমস্ত ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
স্থানীয়দের আরও অভিযোগ, ম্যুরাল ও তার পাশ্ববর্তী এলাকা দীর্ঘদিন কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি। চারিদিকে আগাছা জন্মে গিয়েছে, সিসিটিভি কাজ করছে না। বিষয়টি সামনে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
এই প্রসঙ্গে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেছেন, “ইদের ছুটি চলাকালীন দু’দিন আগে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। তবে কালি মুছে দেওয়া হয়েছে”। তবে কে বা কারা এই কাজ করল সেটা এখনও জানা যায় নি।
এই ঘটনা আগেও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। প্রথম আলোকে এই নিয়ে সদকী ইউনিয়ন পরিষদের সদস্য মসলেমউদ্দিন জানিয়েছেন, মাসখানেক আগে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ও রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগানো রয়েছে বলে চোখে পড়ে তাঁদের। উল্লেখ্য, ২০১৫ সালে রবীন্দ্রনাথের ওই ম্যুরালটি স্থাপন করা হয় বলে জানা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন