ইজরায়েলে করোনা টিকা নেবার পরেও ১২ হাজার জন সংক্রমিত
ছবি প্রতীকী সংগৃহীত

ইজরায়েলে করোনা টিকা নেবার পরেও ১২ হাজার জন সংক্রমিত

Published on

ফাইজার বায়োনটেক সংস্থার করোনা ভ্যাকসিন ঘিরে বড়োসড়ো প্রশ্ন উঠে গেল। গত ১৯ ডিসেম্বর থেকে ইজরায়েলে শুরু হয়েছিলো টিকাকরণের কাজ। এখনও পর্যন্ত ১,৮০,০০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁদের ওপর এক সমীক্ষা চালায় ইজরায়েল সরকার। যে সমীক্ষায় টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এরপরেই প্রশ্ন উঠেছে এই ভ্যাকসিন নিয়ে।

ইজরায়েলে গত ১৯ ডিসেম্বর থেকে টিকাকরণ শুরু হয়েছিলো তাতে অগ্রাধিকার দেওয়া হয়েছিলো বয়স্কদের এবং যাঁদের কো-মরবিডিটি আছে তাঁদের। যদিও প্রায় ২ লক্ষের কাছাকাছি দেশবাসীকে টিকা দেবার পরেও প্রায় ১২ জনের করোনা সংক্রমণে চিন্তিত ইজরায়েল সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে আমেরিকান-জার্মান টিকা প্রস্তুতকারক সংস্থাকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

উল্লেখ্য তৃতীয় দফার লকডাউন এবং টিকাকরণের পরেও সাম্প্রতিক সময়ে ইজরায়েলে করোনা সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in