

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান দু’সপ্তাহের জন্য জামিন পেলেন। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট দুর্নীতি কান্ডে ইমরান খানের জামিন মঞ্জুর করেছে।
শুক্রবার কড়া নিরাপত্তায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে আনা হয়। গত মঙ্গলবার থেকে তিনি পুলিসি হেফাজতে আছেন। ওইদিনই আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকালই পাকিস্তান সুপ্রিম কোর্ট পিটিআই প্রধানের গ্রেপ্তারিকে ‘বেআইনি’ বলে জানায় এবং তাঁকে হাইকোর্ট থেকে জামিন নিতে বলে। এরপর গতকাল তিনি স্থানীয় এক পুলিশ গেস্টহাউসে রাত্রিবাস করেন।
আদালতে ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান বলেন, লাহোর এবং পাঞ্জাব পুলিশ ইসলামাবাদ হাইকোর্টে এসে ইমরান খানকে গ্রেপ্তার করে। তারা কেন ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে এত তৎপরতা দেখিয়েছিল? ইমরান খানকে গ্রেপ্তারির যে কোনো প্রচেষ্টা অসাংবিধানিক।
অন্যদিকে পাকিস্তানের মন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, আদালতের নির্দেশ সত্ত্বেও ইমরান খান গ্রেপ্তারি থেকে নিরাপদ এমন নয়। যদি প্রয়োজন হয় তাহলে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। সরকার ইমরান খানকে কোনো ছাড় দেবেনা।
এদিন পিটিআই-এর বিশিষ্ট নেতা হাম্মাদ আজহার জানিয়েছেন, ইমরান খান বলেছেন তাঁকে আবারও গ্রেপ্তার করার চেষ্টা করা হবে এবং তিনি চান সেইধরণের ঘটনা ঘটলে দেশবাসী যেন শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন