আমি এখনও কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে, কোনো হুমকি এই অবস্থান বদলাতে পারবে না - Greta Thunberg

গ্রেটা থুনবার্গ
গ্রেটা থুনবার্গছবি সৌজন্য - ক্যুইন্ট
Published on

“আমি এখনও কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছি। কোনও ধরনের হুমকি, বিদ্বেষ অথবা মানবাধিকার লঙ্ঘনই আমার অবস্থান বদল করতে পারবে না।” বৃহস্পতিবার আবারও ট্যুইট করে ভারতের কৃষক আন্দোলনের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করলেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ।

উল্লেখ্য, ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে টুইট করে আলোড়ন ফেলে দিয়েছিলেন আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা। এরপর একে একে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, মীনা হ্যারিস প্রমুখ। ইতিমধ্যে একের পর এক পশ্চিমী সেলিব্রিটিরা ভারতের কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। এর পাল্টা বলিউডের একাংশ সরকারের পক্ষ নিয়েছেন এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩ রা ফেব্রুয়ারি পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ট্যুইট করে ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। টুইট করার অভিযোগে গ্রেটার বিরুদ্ধে FIR দায়ের করেছে দিল্লি পুলিশ, এমন খবর ঘিরে শোরগোল পড়ে যায়। কিন্তু দিল্লি দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন বলেন, 'FIR-এ আমরা কারও নাম নিইনি। শুধুমাত্র যারা অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করবে দিল্লি পুলিশ।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in