'আমি হিন্দু, ফ্যাসিজিমের মোড়ক হিসেবে ধর্মর ব্যবহার বন্ধ করুন': ভারতীয় লেখককে ট্যুইট মীনা হ্যারিসের

'আমি হিন্দু, ফ্যাসিজিমের মোড়ক হিসেবে ধর্মর ব্যবহার বন্ধ করুন': ভারতীয় লেখককে ট্যুইট মীনা হ্যারিসের
মীনা হ্যারিসের ট্যুইটার থেকে
Published on

আমেরিকার নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাগ্নি তথা আমেরিকান আইনজীবী, লেখক মীনা হ্যারিসও এবার দিল্লির আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। সম্প্রতি কৃষকদের পাশে দাঁড়ানোর কথা টুইট করে জানানোর পর এক ভারতীয় লেখক হিন্দুত্বের খোঁচা দিয়েছিলেন। এবার সেই টুইটের পাল্টা নিজেকে হিন্দু বলে দাবি করে দিলেন মীনা হ্যারিস। একটি ছোট টুইট করে তিনি লেখেন, 'ডুড, আই এম হিন্দু। ফ্যাসিজিমের মোড়ক হিসেবে ধর্মকে তুলে ধরা বন্ধ করুন।'

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন মীনা হ্যারিস টুইট করে। ভারতীয় লেখক টুইট করে বলেছিলেন, মীনা হ্যারিস হিন্দুদের ঘৃণা করেন। একা মীনা হ্যারিসই নন, বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা দিল্লির কৃষক আন্দোলনের সমর্থন জানিয়েছেন। মীনা টুইট করে জানিয়েছিলেন, বিশ্বের সবথেকে পুরনো গণতন্ত্র এখন বিপদে। ভারতের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে এবং আধাসামরিক বাহিনীর কৃষকদের উপর অত্যাচার দেখা পরে আমরা মর্মাহত।

মীনা হ্যারিসের পাশাপাশি নয়া কৃষি আইনের বিরোধিতা করে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার পপ গায়িকা রিহানা, গ্রেটা থুনবার্গ, প্রমুখরা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in