France: তিন দশক বাদে ফরাসি দেশে আবার মহিলা প্রধানমন্ত্রী, নির্বাচিত হলেন এলিজাবেথ বোর্নে

তবে প্রায় ৩০ বছর বাদে এবার মহিলা প্রধানমন্ত্রী হিসাবে এলিজাবেথ বোর্নে-কে নির্বাচন করায়, সরকারের তরফে ফরাসীদের উচ্চাশা বেড়েছে।
এলিজাবেথ বোর্নে
এলিজাবেথ বোর্নে ফাইল চিত্র - সংগৃহীত

গতমাসেই দেশের নয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। আর গতকাল, সোমবার ফরাসি প্রেসিডেন্টের সদর দপ্তর এলিসি প্রাসাদ থেকে প্রধানমন্ত্রী পদে এলিজাবেথ বোর্নেকে নিয়োগের খবরটি প্রকাশ করা হয়। গতকালই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

ইতিপূর্বে মধ্যপন্থী নেতা এলিজাবেথ বোর্নে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ কয়েক বছর। সামাজিক কাজের ব্যাপারে তাঁর সুনাম রয়েছে। তাই এবার ৬১ বছরের এই মহিলাকে দেশের সরকারী প্রধান হিসেবে বেছে নিলেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

চলতি বছরের ২৪ এপ্রিল ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় দফার জয়ের পর সরকারের বিভিন্ন পদে রদবদল আসবে বলে শোনা যাচ্ছিল। ১৬ই মে সেই খবরের সত্যতা প্রমাণিত হয়। দেশের প্রধানমন্ত্রীর পদে অভীষ্ট জ্যঁ ক্যাসটেক্সের পরিবর্তে নতুন প্রধানমন্ত্রী হিসাবে অভিষেক নিলেন এলিজাবেথ বোর্নে। ফ্রান্সে এর আগে সর্বশেষ মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত ফরাসী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ক্রেসন।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের পর, কিছু বামপন্থী রাজনীতিবিদদের সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে। অন্যদিকে, এলিজাবেথ বোর্নে-এর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব হবে আসন্ন ফরাসী সংসদীয় নির্বাচনে ম্যাক্রোঁর মধ্যপন্থী দলের ভালো ফলাফল নিশ্চিত করা। কারণ, যদি সংসদে ম্যাক্রোঁর সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ খুবই কঠিন হয়ে যাবে। তবে প্রায় ৩০ বছর বাদে সরকারের তরফ থেকে বোর্নেকে নির্বাচন করায় ফরাসিদের উচ্চাশা বেড়েছে।

এলিজাবেথ বোর্নে
ফ্রান্সের নির্বাচনেও ‘Lesser Evil’ তত্ত্ব - অল্পের জন্য ২য় রাউন্ডের সুযোগ হাতছাড়া বামপন্থীদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in