প্রায় ৩ সপ্তাহ অতিক্রান্ত। শারীরিক অসুস্থতার জন্য এখনও হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। তবে, পরিস্থিতি খুবই সংকটজনক। চিকিৎসায় সেভাবে আর সাড়া দিচ্ছেন না তিনি।
শুক্রবার, এক ট্যুইট বার্তায় মোশারফের পবিবারের তরফে জানানো হয়েছে, 'তিনি ভেন্টিলেটরে নেই। জটিল অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি কঠিন পর্যায় রয়েছে বিষয়টি। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে সেভাবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সকলে প্রার্থনা করবেন।'
এদিকে, পাকিস্তানের সংবাদ মাধ্যমে গুজব রটে যায়- প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। এমনকি, পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, 'পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহির একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
তবে, সকল দাবি উড়িয়ে দিয়েছেন পারভেজ মোশারফের পরিবার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন