ইজিপ্টের মধ্যস্থতায় ১১ দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইজরায়েল - হামাসের যুদ্ধবিরতি

গত ১১ দিনে ইজরায়েলি হানাদারিতে ৬৫ শিশু সহ প্যালেস্টাইনে ২৩২ জন নিহত হয়েছেন। হামাসের আক্রমণে ইজরায়েলে মৃত্যু হয়েছে ২ শিশু সহ ১২ জনের। হামাসের রকেট হানায় ইজরায়েলে মৃত্যু হয়েছে এক ভারতীয় নার্সেরও।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর উৎসব
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর উৎসবভয়েস অফ অপ্রেসড পিপল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

দীর্ঘ ১১ দিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর শুক্রবার সকালে গাজা স্ট্রিপ এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হল। ইজিপ্ট-এর মধ্যস্থতায় ইজরায়েল এবং হামাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

গত ১১ দিনে ইজরায়েলি হানাদারিতে ৬৫ শিশু সহ প্যালেস্টাইনে ২৩২ জন নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের রকেট আক্রমণে ইজরায়েলে মৃত্যু হয়েছে ২ শিশু সহ ১২ জনের। হামাসের রকেট হানায় ইজরায়েলে মৃত্যু হয়েছে এক ভারতীয় নার্সেরও। প্যালেস্টাইনের প্রায় ২ হাজার মানুষ গত ১১ দিনের আক্রমণ প্রতি আক্রমণে আহত হয়েছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে ঘরছাড়া ৭৫ হাজারের বেশি মানুষ।

এদিন সকালে ইজরায়লের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু এক বিবৃতিতে জানান – ইজিপ্টের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে নিঃশর্ত যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। একইভাবে হামাসের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে যুদ্ধবিরতির কথা জানানো হয়েছে। স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাত ২টো থেকে এই যুদ্ধবিরতি চুক্তি জারি হয়েছে।

এদিন যুদ্ধবিরতি চুক্তি জারি হবার পরেই গাজার রাস্তায় দলে দলে মানুষ বেরিয়ে পড়েন এবং যুদ্ধবিরতিকে স্বাগত জানান।

গত ১০ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জেরুজালেমে আল আসকা মসজিদে ইজরায়েলি বাহিনীর দখলদারির চেষ্টাকে ঘিরে সংঘর্ষ বাধে। হামলা চালাতে শুরু করে ইজরায়েলি বায়ুসেনা। ইজরায়েলি বায়ুসেনার বিমান হানায় ৩৫ জনের প্যালেস্টিনিয়র মৃত্যু হয়। প্রতিশোধ নিতে পাল্টা ইজরায়েলের ওপর রকেট হামলা চালাতে শুরু করে হামাস। ফলে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে তৈরি হওয়া অশান্তি আরও একবার ভয়াবহ হয়ে ওঠে। যা চলছিলো গত ১১ দিন ধরে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in