
ভয়াবহ ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হল আলাস্কার বিস্তীর্ণ অংশে। বুধবার স্থানীয় রাত ১০.১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের তীব্রতা ছিলো ৮.২ ম্যাগনিটিউড। এই তথ্য জানিয়েছে আমেরিকান জিওলজিক্যাল সার্ভে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে আলাস্কার পেরিভিলি অঞ্চল থেকে ৯১ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমি থেকে ৪৬.৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস। আলাস্কা এবং কোডিয়াকের বিস্তীর্ণ অংশে এই ভূমিকম্পের তীব্রতা লক্ষ্য করা গেছে।
ইউএসজিএস আরও জানিয়েছে ৮.২ ম্যাগনিটিউডের ভূমিকম্পের পর পরই দুটি আফটার শক অনুভূত হয়। যেগুলোর তীব্রতা ছিলো ৬.২ এবং ৫.৬ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের জেরে সুনামি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আলাস্কার বিস্তীর্ণ অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আমেরিকান সুনামি সতর্কতা কেন্দ্রের ঘোষণা অনুসারে, দক্ষিণ আলাস্কা, হিনচিনব্রুক থেকে ইউনিমাক পাস, আলেটিয়ান দ্বীপ, সামালগা পাস, নিকোলস্কি প্রভৃতি অঞ্চলকে সতর্ক করা হয়েছে। কোডিয়াক দ্বীপের অধিবাসীদের বাড়ি ছেড়ে উঁচু জায়গায় যাবার নির্দেশ দিয়েছে কোডিয়াক শহর পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন