Lay Off: খরচ বাঁচাতে ফের ছাঁটাই
করছে Disney, চাকরি হারাবেন কয়েক হাজার কর্মী

Lay Off: খরচ বাঁচাতে ফের ছাঁটাই করছে Disney, চাকরি হারাবেন কয়েক হাজার কর্মী

কোম্পানির ৫.৫ বিলিয়ন ডলার খরচ কমাতে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছিল ডিজনি। সেই রেশ না কাটতেই, আবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই শুরু করল এই বিনোদন সংস্থা।

দ্বিতীয় দফায়, আবার কর্মী ছাঁটাই শুরু করল বিশ্বের সবচেয়ে বড় বিনোদন কোম্পানি ডিজনি (Disney)। এর ফলে, প্রায় ৪,০০০ মানুষ চাকরি (job) হারাবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি (CNBC)।

শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইয়ের পর, গ্রীষ্মের শুরুর আগেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাস পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি এখনও।

কোম্পানির ৫.৫ বিলিয়ন ডলার খরচ কমাতে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছিল ডিজনি। সেই রেশ না কাটতেই, আবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই শুরু করল এই বিনোদন সংস্থা।

গত বছরের ডিসেম্বর মাসে, শেষ ত্রৈমাসিক রিপোর্টে বিশ্বের অন্যতম বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি (Disney)-র বড়সড় লোকসানের ছবি ধরা পড়ে।

সে সময় সংস্থার সিইও হিসাবে পুনরায় যোগদান করেন বব ইগার (Disney CEO Bob Iger)। এবং ডিজনির আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধার করতে সচেষ্ট হন তিনি। আর তারপরই সেই ডিজনির খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে ডিজনি কর্তৃপক্ষ।

সিএনবিসি জানিয়েছে, দ্বিতীয় দফা কর্মী ছাঁটাইয়ের প্রভাব সবথেকে বেশি পড়ছে ডিজনি এন্টারটেইনমেন্ট (Disney Entertainment), ইএসপিএন (ESPN) বিভাগের উপর।

আর, এই কর্মী ছাঁটাইয়ের ফলে ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক থেকে নিউইয়র্ক এবং কানেকটিকাট পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কর্মীদের উদ্দেশ্যে এক নোটে ইএসপিএন সিইও জিমি পিটারো (ESPN CEO Jimmy Pitaro) বলেছেন, ‘ডিজনির মূল অংশ হিসাবে কর্মসূচী পরিচালনা এবং আর্থিক দায়বদ্ধতা আছে আমাদের। সেইসঙ্গে, আমাদের অবশ্যই দক্ষ কর্মী সনাক্তকরণের বিষয়টিও দেখতে হবে।’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in