COP26 - কোনও পরিবর্তনের আশা নেই - জলবায়ু সম্মেলনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন গ্রেটার

গ্রেটা থুনবার্গ কথায় - আমরা তাই বলছি, আর কোনও বাজে কথা নয়। আর প্রকৃতিকে নষ্ট করা যাবে না, মানুষকে বিপন্ন করা চলবে না।'
গ্রেটা থুনবার্গ
গ্রেটা থুনবার্গছবি - সংগৃহীত

জলবায়ু সম্মেলনে রাষ্ট্রনেতারা ভান করছেন। এই সম্মেলনে জলবায়ুর পরিবর্তনের বিপদ থেকে বাঁচার কোনও উপায়ই বেরোবে না। গ্লাসগোয় জলবায়ু শীর্ষ সম্মেলনে এভাবেই বিশ্বের রাষ্ট্রনেতাদের কটাক্ষ করলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

সোজাসাপটা ভাষায় প্রতিবাদী অষ্টাদশী বলেন, 'আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা দেওয়ার জন্য সম্মেলনে রাজনীতিবিদ ও ক্ষমতাবানরা কেবল ভান করছেন। এখান থেকে কোনও পরিবর্তনের দেখা পাওয়া যাবে না। এটা কোনও নেতৃত্বই নয়। আমরা তাই বলছি, আর কোনও বাজে কথা নয়। আর প্রকৃতিকে নষ্ট করা যাবে না, মানুষকে বিপন্ন করা চলবে না।'

সম্মেলনে কেবল মোদি, জনসন নন, যোগ দিয়েছেন সারা বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। সোমবার থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ২ সপ্তাহ। জলবায়ুর পরিবর্তন থেকে কীভাবে বাঁচা সম্ভব, সেটাই আলোচনার বিষয়বস্তু। এবার সম্মেলনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গ্রেটা।

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবারই সম্মেলনে বলেন, 'গত কয়েক দশকেই প্রমাণ হয়ে গিয়েছে, কেউই জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে পারেনি। উন্নয়নশীল দেশ কিংবা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা দেশই- প্রভাবিত হয়েছে সবাই।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in