
বাংলাদেশে তালিবানিদের কোনো অস্তিত্ব নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার একথা জানিয়েছেন। এদিন কামাল বলেন, বাংলাদেশে তালিবানিরা নেই। কিছু কুখ্যাত দল থাকলেও তাদের বড়োসড়ো হাঙ্গামা করার ক্ষমতা নেই।
গতকাল সাভার উপজেলায় এক সুপারমার্কেটের উদ্বোধন করতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, “কিছু দুর্বৃত্ত বিভিন্ন নাম নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে। বাংলাদেশ শান্তির দেশ। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। কিন্তু সে দেশ বাংলাদেশের থেকে বহু দূরে। তাই আফগানিস্তানের ঘটনায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না।”
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আফগানিস্তানের কাবুলের দখল নেয় তালিবানরা। এর আগে ধীরে ধীরে প্রায় পুরো দেশের ওপরেই নিয়ন্ত্রণ কায়েম করে তালিবানি বাহিনী। গতকাল এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন