

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শাহ আলম ও সরদার রুহিন হোসেন প্রিন্স। আজ শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টায় ঢাকায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ। সভায় ৩ সদস্যের সভাপতিমণ্ডলী (প্রেসিডিয়াম) নির্বাচন করা হয়েছে। তারা হলেন, শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন. রাশেদা।
'দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম বিকল্প গড়ে তোল' স্লোগানকে সামনে রেখে গত ২৫-২৮ ফেব্রুয়ারি সিপিবির দ্বাদশ কংগ্রস অনুষ্ঠিত হয়।
সিপিবির দ্বাদশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য হবে ৪৯ জন। তাদের মধ্য থেকে কংগ্রেসে ৪৩ জন নির্বাচিত হন।
বাকি ছয়টি সদস্যপদ পরে কো-অপ্ট করে পূরণ করা হবে। সেই সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন