বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে নতুন নকশায় নতুন নোট প্রকাশ করা হয়েছে। নতুন এই নোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী নিদর্শন ব্যবহার করা হয়েছে।
এখনও পর্যন্ত, সমস্ত নোটে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে, যিনি ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা এনেছিলেন এবং চার বছর পর এক সামরিক অভ্যুত্থানে সৈন্যদের হাতে নিহত হন। নতুন নোটের পাশাপাশি, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মুদ্রা সম্বলিত বিদ্যমান নোটগুলিও প্রচলিত থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন