

বাংলাদেশ সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্তরীণ থাকার মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে দিল। জিনহুয়া নিউজ এজেন্সি জানাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রবিবার মেয়াদ বৃদ্ধির এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া বাড়িতেই চিকিৎসার সুযোগ পাবেন, তবে এই সময়ে দেশের বাইরে যেতে পারবেন না।
বিরোধী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) প্রধানের পরিবার অনেক দিন ধরেই তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার অনুরোধ জানিয়ে আসছিল সরকারের কাছে।তারই পরিপ্রেক্ষিতে গতকালের এই ঘোষণা।
কোভিড অতিমারির পরে মানবিকতার কারণে বাংলাদেশ সরকার গতবছর মার্চ মাসে জিয়াকে ছয় মাসের জন্য জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একাধিকবার সেই মেয়াদ বাড়ানো হয়েছে।
২০২০র ২৫মার্চ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভারসিটি থেকে বেগম খালেদা জিয়া ছাড়া পান। অসুস্থ হয়ে ২০১৮র এপ্রিল থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট কেলেংকারির দায়ে বিএনপি সুপ্রিমো ২০১৯র ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর আইনজীবী আপিল করলে ২০১৯-এর ১০ অক্টোবর তাঁর কারাবাসের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি পায়।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট কেলেংকারিতে ২০১৯-এর ২৭ অক্টোবর এক বিশেষ আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেয়।
বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত ৩৬টি মামলা চলছে।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন