

সরকারি পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুসারে, বর্তমান বছরে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১,৮৭,৭২৫ জন।
বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) জানিয়েছে এই বছর এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০৯ জনের। যার মধ্যে জুলাই মাসে ২০৪ জন, আগস্ট মাসে ৩৪২ এবং সেপ্টেম্বর মাসে ৩১৬ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা জিংহুয়া এই তথ্য জানিয়েছে।
ডিজিএইচএস-এর পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৪৩,৮৫৪ জন, আগস্ট মাসে ৭১,৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত ৬৩,৯১৭ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং ৩,০০৮ জন নতুন করে ডেঙ্গুকে আক্রান্ত হয়েছে।
ডিজিএইচএস জানিয়েছে এখনও পর্যন্ত ১,৭৬,৩৪৬ জন ডেঙ্গু সংক্রমণ কাটিয়ে উঠেছেন। 
বাংলাদেশে প্রতি বছরেই জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর বৃদ্ধি ঘটে। বাংলাদেশকে ডেঙ্গুর আঁতুড়ঘর হিসেবে বিবেচনা করা হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
