১৬ বছরের কম বয়সী নাবালক-নাবালিকারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। এমনই এক অভিনব আইন আনতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগামী সপ্তাহের মধ্যেই সংসদে এই আইনের প্রস্তাব পেশ হবে। প্রধানমন্ত্রীর কথায়, সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক থেকে অস্ট্রেলিয়ার শিশুদের দূরে রাখার উদ্দেশ্যেই এমন পরিকল্পনা।
সাংবাদিক সম্মেলনে অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের তরুণ অস্ট্রেলিয়ানদের সামাজিক ক্ষতি করছে। আমাদের তরুণদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। তাই তরুণ অস্ট্রেলিয়ানদের সুরক্ষার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। এছাড়াও অভিভাবক এবং শিক্ষক যারা এই সমস্যাগুলি নিয়ে কাজ করছেন তাদের সহায়তা প্রদানের জন্য এই পদক্ষেপ।‘
অস্ট্রেলিয়ান সরকার বিশ্বাস করে, এই পদক্ষেপ ১৬ বছরের নীচের নাবালক-নাবালিকাদের সোশ্যাল মিডিয়ার ক্ষতি থেকে রক্ষা করবে। মা, বাবা এবং অভিভাবকদের তাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে সহায়তা করবে। পাশাপাশি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধ করতে এই পদক্ষেপ সহায়তা করবে। আলবানিজ সরকার পরবর্তী সাংসদীয় অধিবেশনে এটি আইন প্রণয়নের প্রস্তাব দেবে। এবং আইন পাশের ১২ মাস পর এটি আইন হিসাবে কার্যকর হবে।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর কথায়, ‘আমরা আগে থেকেই বলতে চাই এটি সমস্ত সমস্যার সমাধান করবে না। তবে এটি একটি সামাজিক বার্তা পাঠাবে যা সমাজের উন্নতির ক্ষেত্রে উপযুক্ত বলে মনে করি। আমরা আগামী সপ্তাহের মধ্যে সংসদে আইনের প্রস্তাব পেশ করব। সেনেট এবং হাউস অব রিপ্রজেন্টেটিভে এই প্রস্তাবের সমর্থন পাব বলে আশাবাদী।‘
সমাজমাধ্যমের ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন, 'সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির দায়িত্ব থাকবে যাতে তারা শিশুদের জন্য এগুলির ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এই দায়িত্ব শুধু শিশুদের অভিভাবক বা তরুণ কিশোরদের উপর বর্তায় না।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন