Australia: লকডাউনের প্রতিবাদে সিডনি জুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার, জরিমানা

লকডাউনের বিরোধিতায় রাস্তায় নামলেন সিডনির মানুষজন। শনিবার সিডনি জুড়ে লকডাউনের বিরোধিতায় মিছিল করে একাধিক সংগঠন। সম্প্রতি কোভিড সংক্রমণ প্রতিরোধে অস্ট্রেলিয়ার একাধিক প্রদেশে লকডাউন জারি করা হয়েছে।
সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভ
সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভছবি - বেন লী-র ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট

লকডাউনের বিরোধিতায় রাস্তায় নামলেন সিডনির মানুষজন। শনিবার সিডনি জুড়ে লকডাউনের বিরোধিতায় মিছিল করে একাধিক সংগঠন। সম্প্রতি কোভিড সংক্রমণ প্রতিরোধে অস্ট্রেলিয়ার একাধিক প্রদেশে লকডাউন জারি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এই বিক্ষোভ আন্দোলনকে বেআইনি বলে জানানো হয়েছে। জিংহুয়া সংবাদ সংস্থার খবর অনুসারে, লকডাউনের বিরোধিতায় এদিন হাজারে হাজারে মানুষ পথে নামেন। একই সঙ্গে নজরে পড়েছে পুলিশি তৎপরতাও।

অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে যে হে মার্কেট অঞ্চলকে কোভিড হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে সেই হে মার্কেটেই এদিন হাজারে হাজারে মানুষ জড়ো হন। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডকাস্টার এবিসি একথা জানিয়েছে।

শনিবার নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে – সেন্ট্রাল মেট্রোপলিটন এলাকার অফিসারদের এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের হটিয়ে দিতে বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার অস্ট্রেলিয়া প্রশাসনের হিসেব অনুসারে সাউথ ওয়েলস এবং সিডনিতে মোট সংক্রমণের সংখ্যা ১৬৩। গতকাল যা ছিলো ১৩৬।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজারড স্থানীয় মানুষদের ঘরে থাকার আবেদন জানিয়েছেন। বিশেষত দক্ষিণ পশ্চিম সিডনির অধিবাসীদের। এখনও পর্যন্ত লকডাউন বিধি ভঙ্গ করায় ২৪৬ জনকে জরিমানা করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in