

গত সাতদিন ধরে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে টানা সংঘর্ষ চলছে। রবিবার ভোরে ফের গাজার ওপর বিমান হামলা চালায় ইজরায়েল৷ তার জেরে হিংসার আগুনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইজরায়েল ও প্যালেস্তাইন। সর্বশেষ খবর অনুযায়ী, গাজা স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিমান হানায় মৃত্যু হয়েছে ৫৫ জন শিশু-সহ ১৮৮ জনের। আহত হয়েছেন ১২৩০ জন প্যালেস্তিনীয়।
অন্যদিকে, গাজা থেকে ইজরায়েলের দিকে এখনও পর্যন্ত ২ হাজার ৫০০টি রকেট হামলা হয়েছে৷ ইজরায়েল জানিয়েছে, ২ শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে গাজা সিটির ১২ তলার একটি বহুতলে বিমান হানা চালায় ইজরায়েল। ওই বহুতলে আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারের আল জাজিরার অফিস। হামলার কড়া নিন্দা করেছে দু'টি সংবাদমাধ্যম।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংঘর্ষ থামাতে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ও প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আহ্বান জানিয়েছেন ৷ তবে তাতে ভ্রুক্ষেপ না-করে দু দেশই জানিয়ে দিয়েছে হামলা চলবে। বহু বছরের ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন