ফের বিমান হানা ইজরায়েলের, মৃত ৫৫ শিশু

গাজা স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিমান হানায় মৃত্যু হয়েছে ৫৫ জন শিশু-সহ ১৮৮ জনের।
ফের বিমান হানা ইজরায়েলের, মৃত ৫৫ শিশু
ফাইল ছবি- সংগৃহীত
Published on

গত সাতদিন ধরে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে টানা সংঘর্ষ চলছে। রবিবার ভোরে ফের গাজার ওপর বিমান হামলা চালায় ইজরায়েল৷ তার জেরে হিংসার আগুনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইজরায়েল ও প্যালেস্তাইন। সর্বশেষ খবর অনুযায়ী, গাজা স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিমান হানায় মৃত্যু হয়েছে ৫৫ জন শিশু-সহ ১৮৮ জনের। আহত হয়েছেন ১২৩০ জন প্যালেস্তিনীয়।

অন্যদিকে, গাজা থেকে ইজরায়েলের দিকে এখনও পর্যন্ত ২ হাজার ৫০০টি রকেট হামলা হয়েছে৷ ইজরায়েল জানিয়েছে, ২ শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে গাজা সিটির ১২ তলার একটি বহুতলে বিমান হানা চালায় ইজরায়েল। ওই বহুতলে আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারের আল জাজিরার অফিস। হামলার কড়া নিন্দা করেছে দু'টি সংবাদমাধ্যম।

ফের বিমান হানা ইজরায়েলের, মৃত ৫৫ শিশু
ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষ নিয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংঘর্ষ থামাতে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ও প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আহ্বান জানিয়েছেন ৷ তবে তাতে ভ্রুক্ষেপ না-করে দু দেশই জানিয়ে দিয়েছে হামলা চলবে। বহু বছরের ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in