
ভূমিকম্প, সুনামির পর এবার সক্রিয় হয়ে উঠল রাশিয়ার ক্লুচেভস্কয় (Klyuchevskoy) আগ্নেয়গিরি। বুধবার ভূমিকম্পের পরেই সক্রিয় হয়েছে ওই আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্নুৎপাত। দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা এবং লাভা প্রবাহ।
রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে টেলিগ্রামে ক্লুচেভস্কয় আগ্নেওগিরির সক্রিয় হওয়ার ছবি প্রকাশ্যে এনেছে। ছবিতে আগ্নেয়গিরির মাথায় কমলা রঙের উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। আগ্নেয়গিরির পশ্চিম ঢাল বরাবর লালচে রঙের ফুটন্ত লাভা গা বেয়ে নামতে শুরু করেছে। এছাড়া ছবিতে আরও দেখা গিয়েছে, আগ্নেয়গিরির একেবারে চূড়ায় একটি উজ্জ্বল এবং শক্তিশালী আভা।
এই আগ্নেয়গিরিতে প্রবল অগ্ন্যুৎপাতের ফলে বড়সড় বিস্ফোরণের আশঙ্কাও করা হচ্ছে। কারণ এটি রাশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। যদিও এর ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আগ্নেয়গিরির মাথায় প্রায় ১৫ হাজার ফুট উঁচুতে দেখা গিয়েছে কমলা রঙের উজ্জ্বল আভা।
বুধবার সকালে (ভারতীয় সময়) রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮। তারপরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। আর ভূমিকম্পের ঘটনার পরেই ওই অঞ্চলেরই Klyuchevskoy আগ্নেয়গিরিতে শুরু হয়ে যায় অগ্ন্যুৎপাত।
জানা গেছে, আগ্নেয়গিরি এখনও যথেষ্ট সক্রিয়। ২০০০ সালের পর থেকে অন্তত ১৮ বার আগ্ন্যুৎপাত হয়েছে এই আগ্নেয়গিরিতে। গত বুধবার ভূমিকম্পের পর ফের এই আগ্নেয়গিরি জেগে উঠেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন