Afghanistan: কেবল মহিলাদের নয়, পুরুষদের পোশাকেও এসেছে বদল, পথে বেরোলেই কুর্তা-পাজামা

এক সপ্তাহ আগেও যেখানে পথেঘাটে জিন্স, টি-শার্ট পরিহিত পুরুষদের দেখতে পাওয়া একটি সাধারণ দৃশ্য ছিল, এখন আর তা নেই। VOA-র খবর অনুযায়ী, কাবুলের অধিকাংশ পুরুষেরই পরনে এখন কুর্তা-পাজামা।
দেশ তালিবানদের দখলে যাবার পর পথে আফগানরা
দেশ তালিবানদের দখলে যাবার পর পথে আফগানরাছবি সৌজন্যে CNBC
Published on

তালিবানরা কাবুল দখল করার পর কেবল আফগান মহিলাদের পোশাকেই পরিবর্তন আসেনি, পরিবর্তন এসেছে পুরুষদের পোশাকেও। এক সপ্তাহ আগেও যেখানে পথেঘাটে জিন্স, টি-শার্ট পরিহিত পুরুষদের দেখতে পাওয়া একটি সাধারণ দৃশ্য ছিল, এখন আর তা নেই। VOA-র খবর অনুযায়ী, কাবুলের অধিকাংশ পুরুষেরই পরনে এখন কুর্তা-পাজামা।

মহিলাদের পোশাকেও বড়সড় পরিবর্তন এসেছে। অন‍্যান‍্য সাধারণ দিনগুলিতে কাবুলের রাস্তায় প্রচুর মহিলার উপস্থিতি লক্ষ্য করা যেত। এঁদের অনেকেই জিন্স, লং স্কার্ট পরে থাকতেন। কিন্তু গত দু'দিন কাবুলের রাস্তা প্রায় মহিলা শূন্য। নিতান্ত প্রয়োজনে কাউকে বেরোতে হলে হিজাব-বোরখা দিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে রাস্তা বেরোচ্ছেন তিনি।

যদিও তালিবানরা প্রতিশ্রুতি দিয়েছেন নাগরিকরা হিংসার বলি হন, তা চাননা তাঁরা এবং সেবিষয়ে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। তবুও কালাশনিকভ (এক ধরনের রাইফেল) হাতে শহরের অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছেন তালিবান জঙ্গিরা। মোটরসাইকেল, সিকিউরিটি ভ‍্যান নিয়েও টহল দিচ্ছেন তারা। সেই কারণে কাবুলের নাগরিকরা অত‍্যন্ত সতর্কতার সাথে রাস্তায় চলাফেরা করছেন বলে মনে হচ্ছে।

মার্কিন দূতাবাসের কম্পাউন্ডের সামনে সশস্ত্র পাহাড়ায় রয়েছে তালিবান জঙ্গিরা। হাই কাউন্সিল ফর ন‍্যাশনাল রিকন্সিলেশনের প্রধান আব্দুল্লাহর বাড়ির বাইরেও পাহাড়া দিচ্ছেন তাঁরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in