রাষ্ট্রসঙ্ঘের অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ারস বৃহস্পতিবার জানিয়েছে যুদ্ধদীর্ণ আফগানিস্তানে ২০২১এ ৬৩৪,০০০এর বেশি আফগান সংঘর্ষের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
এই হিসাব ২০২১এর ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এদের মধ্যে ২৮২,২৪৬ ঘরছাড়া মানুষ সাহায্য পেয়েছে। রিপোর্টের উল্লেখ করে জিনহুয়া এ কথা জানিয়েছে।
অগস্টের মাঝামাঝি দেশের ভার তালিবানদের হাতে যাওয়ার পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরে এই রিপোর্ট।
আফগান আধিকারিক ও মানবতাবাদী সংগঠনগুলি ঘরছাড়া পরিবারগুলির থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে মহিলা ও শিশুরা। স্বাস্থ্য পরিষেবা নেই। স্কুলে যেতে পারছে না।
এ বছরের গোড়া থেকে প্রাকৃতিক দুর্যোগেও পীড়িত ২৮০০০এর বেশি আফগান।
জেনেভায় আফগানিস্তানের সঙ্কট নিয়ে এক উচ্চ পর্যায়ের মন্ত্রীস্তরের বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের মহা সচিব আন্তোনিও গুতেরেস সোমবার বলেন আফগানিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা খুবই প্রকট। প্রয়োজন দ্রুত আর্থিক সমর্থন।
মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের তরফে দ্রুত ব্যবস্থা নিতে দেশগুলির কাছে ১.২বিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন