আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে জনসংখ্যার অর্ধেক উচ্চপ্রাথমিক শিক্ষা থেকে ব্রাত্য

তালিবান শিক্ষা মন্ত্রক বলেছে আফগান সপ্তাহের প্রথমদিন শনিবার থেকে শুধুমাত্র ছেলেদের সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে জনসংখ্যার অর্ধেক উচ্চপ্রাথমিক শিক্ষা থেকে ব্রাত্য
ছবি - নুরুল্লাহ শিরজাদা
Published on

শুধুমাত্র ছেলেদের জন্য পুনরায় হাইস্কুল খোলা হবে‌। তালিবানি ফতোয়া জারি করা হয়েছে আফগানিস্তানে। এর ফলে উচ্চপ্রাথমিক শিক্ষা থেকে দূরেই থাকতে হবে মেয়েদের। এর অর্থ আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে জনসংখ্যার অর্ধেকই উচ্চপ্রাথমিক শিক্ষা থেকে ব্রাত্য।

দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। শুক্রবার স্কুল পুনরায় চালু করা নিয়ে যে ঘোষণা করা হয়েছে সেখানে মেয়েদের কথা উল্লেখ করা হয়নি। ফলে এক মাসের শীতঘুমের পরে আগামী সপ্তাহ থেকে ছেলেরা স্কুলে ফিরলেও তাদের বোন বা দিদিদের থাকতে হবে ঘরেই। এমনকি শিক্ষিকারাও বিদ্যালয়ে যেতে পারবেন না। তালিবান শিক্ষা মন্ত্রক বলেছে আফগান সপ্তাহের প্রথমদিন শনিবার থেকে ছেলেদের সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বিবৃতিতে সব পুরুষ শিক্ষক ও ছাত্রদের ক্লাসে যোগ দিতে‌ বলা হয়েছে। তালিবানদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে গৃহবন্দি ছাত্রী ও মহিলা শিক্ষকদের ভবিষ্যৎ সম্পর্কে উল্লেখ নেই। শিক্ষা নিয়ে সিদ্ধান্ত ১৯৯০ সালের নেওয়া তালিবানী শাসনকে মনে করাচ্ছে। তখনও আনুষ্ঠানিক ঘোষণা না করেও মেয়েদের স্কুলে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল তারা। তালিবান সরকার মেয়েদের ওপর নিয়ন্ত্রণ যে আরও কঠোর করতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক একটি ঘোষণায়।

কাবুলে পূর্বতন নারীবিষয়ক মন্ত্রকের ভবনটি তুলে দেওয়া হয়েছে নব গঠিত পাপ নিরোধক ও পূণ্য বর্ধক মন্ত্রকের হাতে। এর ফলে ১৯৯০এর আতঙ্কের শাসন ব্যবস্থা ফিরে আসছে বলে মনে করা হচ্ছে যখন পান থেকে চুন খসলেই মেয়েদের কপালে জুটত মার। পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বেরনো যেত না। নির্দিষ্ট পোশাক পরতে হত। এমনকি হাই হিলও নিষিদ্ধ ছিল।

- With IANS inputs

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in