Afghanistan: কান্দাহারে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫০, আহত প্রায় ৯০

কান্দাহারে এক মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৯০ জন। বিবিসি-র রিপোর্ট অনুসারে শুক্রবার আফগানিস্তানের কান্দাহারে এক মসজিদে প্রার্থনা চলাকালীন এই ঘটনা ঘটেছে।
কান্দাহারে বোমা বিস্ফোরণ
কান্দাহারে বোমা বিস্ফোরণছবি জাকি দারিয়াবির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কান্দাহারে এক মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৯০ জন। বিবিসি-র রিপোর্ট অনুসারে শুক্রবার আফগানিস্তানের কান্দাহারে এক মসজিদে প্রার্থনা চলাকালীন এই ঘটনা ঘটেছে।

জানা গেছে কান্দাহারের বিবি ফতিমা মসজিদে প্রার্থনা চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। ঘটনার পর ওই মসজিদের ছবিতে দেখা গেছে চতুর্দিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে র‍য়েছে। বহু আহত ও মৃত মানুষ পড়ে আছেন।

এখনও পর্যন্ত এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। যদিও অনুমান করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে কমপক্ষে তিনটি বিস্ফোরণ হয়েছে।

বিবিসির রিপোর্ট অনুসারে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএস-কে এই ঘটনার পেছনে আছে বলে অনুমান করা হচ্ছে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার। এই অঞ্চলেই তালিবানিদের উৎপত্তি। সুতরাং এই অঞ্চলে আইএস-কে-র আক্রমণ মূলত তালিবানিদের লক্ষ্য করে বলেই অনুমান করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহেও কুন্দুজের উত্তর শহরে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার দায় স্বীকার করেছিলো সুন্নি মুসলিম গোষ্ঠী আইএস-কে। আফগানিস্তানে শিয়া এবং সুন্নিদের মধ্যে বিবাদ সুপরিচিত।

রিপোর্ট অনুসারে আইএস-কে-র আক্রমণের লক্ষ্যবস্তু আফগান নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রীরা, তালিবানিরা, ধর্মীয় সংখ্যালঘুরা, শিয়া মুসলিমরা, শিখরা, আমেরিকান ও ন্যাটো বাহিনীর সদস্যরা, বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্যরা, বিভিন্ন এনজিও কর্মীরা।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in