

আফগানিস্তানে তালিবানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দেশের নিরাপত্তা বাহিনীর। গত ২৪ ঘণ্টায় একাধিক সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন তালিবানের নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে একথা জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় কাপিসা প্রদেশের তাগাব এবং নিজরাব জেলায় এক সংঘর্ষের ঘটনায় ১৮ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আফগান বায়ুসেনার বিমান হানায় এই তালিবানিদের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের সংবাদসংস্থাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে জিংহুয়া। নিহতদের মধ্যে তিনজন তালিবানিদের ডিভিশনাল কম্যান্ডার বলে জানা গেছে।
এছাড়াও অন্য এক সংঘর্ষের ঘটনায় ২০ জন তালিবানি সেনা নিহত হয়েছে। হেলামান্দ প্রদেশের লস্কর গাহ অঞ্চল থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে। আহত হয়েছে ৮ তালিবানি সন্ত্রাসবাদী।
বালখ প্রদেশের কালদার জেলায় এক সংঘর্ষে নিহত হয়েছে ১৫ জন তালিবানি সন্ত্রাসবাদী। যেখানে বিমানহানায় কমপক্ষে ৬ সন্ত্রাসবাদী আহত হয়েছে। তালিবানদের কাছ থেকে বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। গত কয়েকদিন ধরেই তালিবানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আফগান নিরাপত্তা বাহিনী।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন