পাল্লা ভারী জো বিডেনের দিকে - আমেরিকার একাধিক শহরে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের বিক্ষোভ

গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে এখনও পর্যন্ত পপুলার ভোটের ৫০.৪ শতাংশ পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ শতাংশ। জো বিডেনের প্রাপ্ত ভোট ৭,২১,১০,৯৫১ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোট ৬,৮৬,৪৩,৫৪৪। ৫৩৮ আসন বিশিষ্ট ইলেক্টোরাল কলেজের ভোটের মধ্যে বিডেন পেয়েছেন ২৬৪ এবং ডোনাল্ড ট্রাম্পের দখলে ২১৪। যদিও লড়াই এখনও প্রায় সমানে সমানে।

নির্বাচনী ফলাফল সম্পূর্ণ ঘোষণার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ট্রাম্প বিরোধী এবং ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ম্যানহাটনে এরকমই এক সংঘর্ষের জেরে ৬০ জনকে গ্রেপ্তার কড়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া, মিশিগান এবং জর্জিয়া-র ফলাফল নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

বিডেন জিতেছেন মিশিগান, উইসকন্সিন, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিওনিস, নিউ জার্সি, ভার্জিনিয়া, ওয়াশিংটন, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, মিনোসেটা, কলেরাডো, কনেসিটিকাট, অরিগন, নিউ মেক্সিকো, মাইনে, নিউ হ্যামস্পিয়ার, রোডে আইল্যান্ড, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ভারমন্ট, ডেলওয়ার-এ।

অন্যদিকে ট্রাম্প জিতেছেন ফ্লোরিডা, টেক্সাস, ওহিও, ইন্ডিয়ানা, টেনিসি, মিসৌরি, আলবামা, সাউথ ক্যারোলিনা, কেন্টাকি, লুসিয়ানা, ওকালাহামা, আক্রান্সাস, ইয়োয়া, মিসিসিপি, উটাহ, নেব্রাস্কা, ওয়েস্ট ভার্জিনিয়া, ইডাহো, ম্নটানা, সাউথ ডাকোটা, উয়োমিং-এ।

এখনও ফলাফল আসতে বাকি আছে জর্জিয়া, নেভাডা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা থেকে। পেনসিলভানিয়াতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২০। জর্জিয়াতে ১৬, নেভাডাতে ৬, নর্থ ক্যারোলিনাতে ১৫। শুধুমাত্র নেভাডার ইলেক্টোরাল কলেজের ভোট পেলেই বিডেন ২৭০ আসনে পৌঁছে যাবেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in