Coronavirus: সংক্রমণে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত

গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বিশ্বে সর্বাধিক করোনা সংক্রমিত দেশের তালিকায় দুই নম্বরে উঠে এলো ভারত। ব্রাজিলকে টপকে দুই নম্বরে উঠে এসেছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ছাড়িয়ে গেছে, ব্রাজিলে এখন যা ৪১.৩৭ লক্ষ। সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনেই ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫ লক্ষেরও বেশি।

আজ সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২,০৪,৬১৩। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪১,৩৭,৬০৬। করোনা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থানে থাকা আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৪,৬০,৪২১।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের তথ‍্য অনুযায়ী, শেষ ২৪ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০,৮০২। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের সংখ্যার বিচারে এক নম্বরে রয়েছে ভারত। এর মধ্যে শেষ ১১ দিনে নতুন সংক্রমিতের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে, যা ব্রাজিল এবং আমেরিকার থেকে অনেক বেশি। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসে আমেরিকায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের আশেপাশেই রয়েছে।

ভারতে এখনও পর্যন্ত মোট ৭১,৭৪২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বিশ্বের মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২,৫০,৪২৯ জন এবং অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৮২,৫৪২ জন। ভারতের ৩৫টি রাজ‍্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস, যার মধ্যে ১২টি রাজ‍্যে আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, যেখানে সংক্রমিতের সংখ্যা ৯,০৭,২১২।

গত ১ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিলো ৩৬,৯১,১৬৬। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪২,০৪,৬১৩। অর্থাৎ মাত্র ছ'দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫,১৩,৪৪৭। ছ'দিনে মৃত্যু হয়েছে ৬,৩৫৪ জন করোনা রোগীর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in