
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভারত, বাংলাদেশ ছাড়াও মায়ানমার এবং ভূটানের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। ঘটনায় হতাহতের এখনও কোনও খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট বার্তায় জানিয়েছে, সোমবার রাত ৮টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকা, ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে এর কম্পন বেশি অনুভূত হয়েছে। ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কম্পন অনুভূত হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির কোনও হিসেব জানানো হয়নি এখনও।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন