লিবিয়ার বন্যায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি
লিবিয়ার বন্যায় ধ্বংস হয়েছে ঘরবাড়িছবি - ট্যুইটার

Libya Flood: বিধ্বংসী বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়ালো ২০,০০০! গৃহহীন প্রায় ৫০,০০০

People's Reporter: গত সপ্তাহে ভয়াবহ বন্যা হয়েছিল লিবিয়ার দরনা শহরে। একদিকে বন্যা এবং অন্যদিকে বিধ্বংসী ঝড় 'ড্যানিয়েলে'র কবলে শহরের একের পর এক ইমারত ভেঙে পড়েছে।
Published on

লিবিয়ার বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একাধিক আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২০,০০০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে বহু। প্রায় সমগ্র দরনা শহরটি বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছে।

গত সপ্তাহে ভয়াবহ বন্যা হয়েছিল লিবিয়ার দরনা শহরে। একদিকে বন্যা এবং অন্যদিকে বিধ্বংসী ঝড় 'ড্যানিয়েলে'র কবলে শহরের একের পর এক ইমারত ভেঙে পড়েছে। যত উদ্ধারকাজ এগোচ্ছে তত মৃতের সংখ্যা বাড়চ্ছে। সূত্রের খবর, ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৫০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ত্রিপোলির এক সরকারি আধিকারিক জানান, '৬১৪২টি বিল্ডিং-র মধ্যে প্রায় ১৫০০ বিলডিং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯০০টি বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ২০০টি বিল্ডিং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৪০০টি বিল্ডিং কাদায় ঢাকা পড়েছে'।

আহতদের দারনা থেকে ১০০ কিমি পশ্চিমে অবস্থিত আল বায়দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা রীতিমতো লড়াই চালাচ্ছেন। কারণ দারনার হাসপাতালগুলি বন্যা এবং ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়েছে। আবার গ্রীক থেকে আসা উদ্ধারকারী দলের মধ্যে পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে গ্রীক পররাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা প্রাণ হারিয়েছেন।

মূলত দারনার দুটি নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয়। আবু মনসুর এবং দারনা বাঁধ দুটি নির্মাণ করা হয়েছিল ১৯৭০ সালে। যুগোস্লাভ এক সংস্থা দুই বাঁধ নির্মাণ করেছিল। বিশেষজ্ঞদের মতে বহুদিন ধরে বাঁধ দুটি সংস্কারের কাজ হয়নি। এর আগেও বন্যা হয়েছিল কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

লিবিয়ার বন্যায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি
Tit-For-Tat: খালিস্তানি হত্যায় ট্রুডোর অভিযোগ অস্বীকার - কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার ভারতের
লিবিয়ার বন্যায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা পদ্ম শিবিরে, বিজেপির সঙ্গে জোট ভাঙল AIADMK

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in