R G Kar Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে, ২৫ দেশের ১৩০টি শহরে পথে নামলেন প্রবাসীরা

People's Reporter: আমেরিকার ৬০ টি জায়গায় রবিবার প্রতিবাদ কর্মসূচি ছিল। এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, সুইডেনের মতো শহরে প্রবাসী ভারতীয়েরা প্রতিবাদ জানিয়েছেন।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরা
আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরাছবি - সংগৃহীত
Published on

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার রাজ্য-দেশের পাশাপাশি পথে নেমেছিল গোটা বিশ্ব। জানা গেছে, এদিন বিশ্ব জুড়ে মোট ২৫ টি দেশের ১৩০ টি শহরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই তালিকায় ছিল আমেরিকা, জাপান, তাইওয়ান ছাড়া ছিল ইউরোপের বিভিন্ন দেশ। মূলত প্রবাসী ভারতীয়রা এই কর্মসূচির আয়োজন করেছিলেন। যার মধ্যে অনেকে বাঙালিও ছিলেন।

জানা গিয়েছে, আমেরিকার ৬০ টি জায়গায় রবিবার প্রতিবাদ কর্মসূচি ছিল। যার মধ্যে ছিল আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়া-র মতো জায়গা।

এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্রিটেনের বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ কেমব্রিজ, এডিনবরা, লিডস, লেস্টার, ম্যানচেস্টারের মতো শহরে প্রবাসী ভারতীয়রা প্রতিবাদ জানিয়েছেন। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সুইডেনে কালো পোশাক পরে পথে নামেন মহিলারা। প্ল্যাকার্ড হাতে বাংলা গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। সুইডেনে এই প্রতিবাদ কর্মসূচির অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন দীপ্তি জৈন। তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রাক্তনী। বর্তমানে তিনি ব্রিটিশ নাগরিক। দীপ্তি বলেন, ‘‘কলকাতার হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে আমরা শিহরিত। এটা মানব সভ্যতার লজ্জা।’’

উল্লেখ্য, গত ৯ আগষ্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ধর্ষণ এবং খুন করা হয় ৩১ বছরের এক ট্রেনি মহিলা চিকিৎসককে। সেই ঘটনায় এখনও পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টে চলছে সেই মামলার শুনানি। তার আগের রাতে বিচারের দাবিতে গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।

আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরা
R G Kar Protest: নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হামলা! 'পুলিশ নীরব ছিল', অভিযোগ আন্দোলনকারীদের
আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরা
RG Kar Case: "...মানুষ জন্ম বৃথা" - তৃণমূল সাংসদ পদ ছাড়তেই জহর সরকারকে আক্রমণে দেবাংশু
আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরা
R G Kar Case: 'দাবি এক দাবি সাফ, ইনসাফ ইনসাফ' - আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে রিকশা শ্রমিকরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in