বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক: রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে হুঁশিয়ারি জোটসঙ্গী JDU-র

ভর্তুকিহীন রান্নার গ‍্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫ টাকা বেড়েছে আজ। ২ সপ্তাহ আগে গত ১৭ আগস্ট ২৫ টাকা দাম বেড়েছিল। এর আগে গত ১ জুলাইতেও ২৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।
বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক: রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে হুঁশিয়ারি জোটসঙ্গী JDU-র
প্রতীকী ছবি
Published on

বিজেপি এবং জেডি(ইউ)-এর মধ্যে কী ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে? সাম্প্রতিক সময়ে একাধিক ইস‍্যুতে উভয় দলের প্রকাশ‍্যে মতবিরোধ সেই দিকেই ইঙ্গিত করছে। এর আগে পেগাসাস, জনগণনা সহ একাধিক ইস‍্যুতে বিজেপির সিদ্ধান্তের বিরোধিতা করেছে জেডি(ইউ)। এমনকি জেডি(ইউ) প্রধান নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের যোগ্য বলেও দাবি করেছে দল। এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিল জেডি (ইউ)।

সিলিন্ডার পিছু রান্নার গ‍্যাসের যে দাম আজ বাড়ানো হয়েছে‌ তা প্রত‍্যাহার করার দাবি জানিয়েছে জেডি(ইউ)। তাদের কথায়, এই মূল্যবৃদ্ধি একাধিক রাজ‍্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে।

ভর্তুকিহীন রান্নার গ‍্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫ টাকা বেড়েছে আজ। ২ সপ্তাহ আগে গত ১৭ আগস্ট ২৫ টাকা দাম বেড়েছিল। এর আগে গত ১ জুলাইতেও ২৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।

জেডিইউয়ের প্রধান জেনারেল সেক্রেটারি কে সি ত‍্যাগী একটি সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে জানিয়েছেন, "পেট্রোলিয়াম পণ‍্যের দাম অভূতপূর্ব ভাবে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম কোথায় দাঁড়িয়েছে দেখুন। হেঁসেলের বাজেটেও থাবা বসানো হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। জোটসঙ্গী হিসেবে আমরা সরকারকে পরামর্শ দিতে চাই যে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রত‍্যাহার করা উচিত সরকারের। কারণ আগামী কয়েক মাসের মধ্যে অনেক রাজ‍্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে রাজনৈতিক বিরোধীরা এটিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।"

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অপর একটি সংবাদসংস্থাকে জেডি(ইউ) নেতা জানিয়েছেন, জনগণের সুবিধার জন্য পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত সরকারের।

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এক সাংবাদিক সম্মেলনে তথ‍্য প্রকাশ করে তিনি দাবি করেন, গত সাত বছরে পেট্রোল-ডিজেল-রান্নার গ‍্যাসের দাম বাড়িয়ে ২৩ লক্ষ কোটি টাকা উপার্জন করেছে মোদী সরকার এবং মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতি এই টাকা থেকে উপকৃত হচ্ছেন।

তিনি বলেন, গত সাত বছরে ১১৬ শতাংশ দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, পেট্রোলের দাম বেড়েছে ৪২ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে ৫৫ শতাংশ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in