Uttarakhand Poll 22: উত্তরাখণ্ডে পরাজিত মুখ্যমন্ত্রী, নতুন মুখ বাছতে নাজেহাল বিজেপি

কুমায়ুন অঞ্চলের খাতিমা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামী, যেখান থেকে এর‌ আগেও পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এবার কংগ্রেসের ভুবন চন্দ্র কাপরির কাছে পরাজিত হন তিনি।
উত্তরাখন্ডের পরাজিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী
উত্তরাখন্ডের পরাজিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীফাইল ছবি নিউজ বাইটের সৌজন্যে
Published on

উত্তরাখণ্ডে টানা দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় ফিরলেও পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। পাশাপাশি গতবারের তুলনায় অনেক আসন কমেছে ক্ষমতাসীন‌ বিজেপির।

রাজ‍্যের কুমায়ুন অঞ্চলের খাতিমা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামী, যেখান থেকে এর‌ আগেও পাঁচ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এবার কংগ্রেসের ভুবন চন্দ্র কাপরির কাছে পরাজিত হন তিনি। ধামি পেয়েছেন ৪০,৬৭৫টি ভোট এবং কাপরি পেয়েছেন ৪৭,৬২৬টি ভোট। অর্থাৎ প্রায় ৭ হাজার ভোটে পরাজিত হন তিনি। উল্লেখ্য, উত্তরাখন্ডে শেষ এক বছরে দু'বার মুখ্যমন্ত্রী বদলেছে বিজেপি। ছ'মাস আগেই মন্ত্রী হিসেবে কোনো অভিজ্ঞতা না থাকা ধামিকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল বিজেপি।

গতবারের চেয়ে আসন ও ভোট শতাংশ দুইই কমেছে বিজেপির। ৭০ আসন ‌বিশিষ্ট উত্তরাখণ্ডে ২০১৭ সালের নির্বাচনে বিজেপি একাই ৫৭টি আসনে জয়ী হয়েছিল। এবার তা কমে ৪৭ এ দাঁড়িয়েছে। ২০১৭ সালে ৪৬.৫ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, এবার তা কমে হয়েছে ৪৪ শতাংশ। অন‍্যদিকে ১৯টি আসনে জয়ী হলেও কংগ্রেস ভোট পেয়েছে ৩৮ শতাংশ।

ধামীর হারের পর রাজ‍্যের জন্য নতুন মুখ্যমন্ত্রী বাছতে নাজেহাল অবস্থা বিজেপির। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্ট, যিনি নৈনিতাল-উধমসিংহ নগরের সাংসদ। সাংসদ হওয়ার আগে দু'বার উত্তরাখণ্ড বিধানসভাতেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, রাজ‍্যসভার সদস্য অনিল বালুনি, রাজ‍্যের মন্ত্রী সতপাল সিং মহারাজ, ধনসিং রাওয়াত সহ বেশ কয়েকজন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in