

বিজেপি কৃষকদের দাবি পূরণ না করে তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিধানসভা নির্বাচনে কৃষকরা বিজেপিকে যেন বিশ্বাসঘাতকতার 'শাস্তি' দেয়। সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) তরফ থেকে উত্তরপ্রদেশ কৃষকদের কাছে এই আবেদন করা হয়েছে।
৫৭টি কৃষক সংগঠন SKM-এর এই আবেদনে সাড়া দিয়েছে বলে জানিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদব। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মোর্চা কোনো দলের হয়ে ভোট চাইছে না।
SKM জানিয়েছে, ফসলের ন্যূনতম মূল্যের (MSP) আইনি গ্যারান্টি, MSP নিয়ে কমিটি গঠন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ তাদের একাধিক দাবি এখনও পূরণ করেনি সরকার।
যোগেন্দ্র যাদব জানিয়েছেন, "আমরা খুব শীঘ্রই মিরাট, কানপুর, লখনউ, সিদ্ধার্থনগর, গোরখপুর সহ মোট নয়টি জায়গায় প্রেস কনফারেন্স করবো। সেখানে আমাদের দাবিগুলো বলা হবে। আমাদের দাবি সম্বলিত প্যামফলেটগুলি গোটা উত্তরপ্রদেশ জুড়ে বিতরণ করা হবে। কোনো দলের হয়ে ভোট চাইছে না SKM। মোর্চা অরাজনৈতিক ছিল এবং থাকবে।"
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই #NoVoteToBJP প্রচার শুরু করে দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন