

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জাঠ ভোটকে নিজেদের দিকে টানতে অখিলেশ যাদবের জোটসঙ্গী জাঠ নেতা জয়ন্ত চৌধুরীকে বার্তা পাঠালো বিজেপি। বিজেপির এই পদক্ষেপে প্রচন্ড ক্ষুব্ধ জয়ন্ত চৌধুরী। বিজেপির আমন্ত্রণ বার্তা ফিরিয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, তাঁর বদলে সেই ৭০০ কৃষককে আমন্ত্রণ পাঠানো হোক, যাঁদের ঘর ভেঙেছে বিজেপি।
জাঠ-অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের নির্বাচনী কেন্দ্রগুলোর জন্য সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। এরপরই সেখানকার জাঠদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ প্রার্থী তালিকায় মুসলিমদের সংখ্যা তুলনামূলক বেশি। যেমন মেরঠ - জাঠ সম্প্রদায়ের আধিপত্য থাকা এই জেলার সাতটি বিধানসভার মধ্যে চারটিতেই মুসলিম প্রার্থী দিয়েছে সমাজবাদী পার্টি। একই সমস্যা দেখা গেছে মুজফফরনগর, হস্তিনাপুর, সিওয়ালখাস সহ একাধিক জায়গায়।
এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। বুধবার ২০০ জাঠ নেতাকে নিয়ে বৈঠক করেন দিল্লির বিজেপি সাংসদ পরবেশ বর্মা। এরপরই আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীকে হাত মেলানোর আমন্ত্রণ বার্তা পাঠায় বিজেপি।
আমন্ত্রণ বার্তা পেয়েই ট্যুইটারে বিজেপিকে তিরস্কার করেন অখিলেশ যাদবের জোটসঙ্গী জয়ন্ত চৌধুরী। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মৃত কৃষকদের কথা উল্লেখ করে হিন্দিতে ট্যুইটারে তিনি লেখেন, "আমন্ত্রণ পত্রটি আমাকে না পাঠিয়ে, সেই ৭০০টি কৃষক পরিবারকে দিন, যাঁদের বাড়ি আপনারা ধ্বংস করে দিয়েছেন।"
জয়ন্ত চৌধুরীর তিরস্কার বার্তার পরেও পিছিয়ে যায়নি বিজেপি। সাংসদ পরবেশ বর্মা জানিয়েছেন, "জয়ন্ত চৌধুরী ভুল পথ বেছেছেন। জাঠ নেতারা তাঁর সাথে কথা বলবেন শীঘ্রই। আমাদের দরজা সবসময় তাঁর জন্য খোলা থাকবে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন