UP Polls 22: BJP-তে যোগ দিলেন কানপুরের প্রাক্তন পুলিশ কমিশনার অসীম অরুণ

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে কনৌজ আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি। রাজনীতিতে যোগ দেবেন বলে এই মাসের প্রথম দিকে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার।
বিজেপিতে যোগ দিলেন অসীম অরুণ
বিজেপিতে যোগ দিলেন অসীম অরুণছবি বিজেপি উত্তরপ্রদেশ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

প্রাক্তন আইপিএস অফিসার, কানপুরের পুলিশ কমিশনার অসীম অরুণ বিজেপিতে যোগ দিলেন। রবিবার লখনৌতে তিনি বিজেপিতে যোগ দেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে কনৌজ আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি। রাজনীতিতে যোগ দেবেন বলে এই মাসের প্রথম দিকে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার।

এদিন বিজেপিতে যোগ দেবার পর অসীম অরুণ বলেন, আমি মাত্র ৮ দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আমি বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জানিয়েছিলাম রাজনীতিতে যোগ দিতে চাই। আমি আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আমার আগের কাজের মত আমি এবারেও মানুষের সেবাই চালিয়ে যাবো। তিনি আরও জানিয়েছেন, দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন।

এদিন লখনৌতে অসীম অরুণের বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অসীম অরুণ দেখেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কীভাবে রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার মাফিয়া রাজ শেষ করার জন্য কাজ করেছে।

তিনি আরও বলেন, যুবকরা এখন অনেক বেশি করে বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে। এর ফলে আসন্ন নির্বাচনে বিজেপি আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।

- with inputs from IANS

বিজেপিতে যোগ দিলেন অসীম অরুণ
UP Poll: বিজেপির টিকিটে ভোটে লড়ছেন কানপুরের পুলিশ কমিশনার, 'ভরসা করায়' ফেসবুকে ধন্যবাদ যোগীকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in