

‘আজাদ সমাজ পার্টি’র প্রধান চন্দ্র শেখর আজাদ এই প্রথম বিএসপি (BSP)-র বিরুদ্ধে মুখ খুললেন। তিনি বলেন, তাঁর নতুন রাজনৈতিক দল ‘বহুজন সমাজ পার্টি’র (BSP) বিকল্প হিসাবে উঠে আসছে। তাঁর কথায় - বিএসপি একটা “শুকনো গাছ যা, আশ্রয় বা ফল কিছুই দেয় না।”
গোবর্ধন এবং ছাতা কেন্দ্রে তাঁর দলের প্রার্থীদের প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার চলাকালীন বলেন, যে দলিতরা বিএসপিকে ক্ষমতায় এনেছিল কিন্তু দলটি দলিত সম্প্রদায়ের জন্য আর কিছু করার জায়গায় নেই। ‘সেকেলে’ হয়ে গেছে দলটা। বিএসপিকে শুকনো গাছের সাথে তুলনা করে বলেন – “পরিবর্তন প্রকৃতির নিয়ম। একটি গাছ দুর্বল হয়ে পড়লে একটি বিকল্প দরকার। আজাদ সমাজ পার্টি সেই বিকল্প হিসাবেই উঠে আসছে।”
তিনি আরও বলেন – দলিত সম্প্রদায়ের মানুষদের এটি উপলব্ধি করা উচিত। তাঁদের উচিত তাঁর দল ‘আজাদ সমাজ পার্টি’কে সমর্থন দেওয়া এবং উত্তর প্রদেশে তাঁদের শক্তিশালী করা। উল্লেখ্য, ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ ২০২০ সালে নতুন রাজনৈতিক দল ‘আজাদ সমাজ পার্টি’ প্রতিষ্ঠা করেন। দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘুদের অধিকারের রক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন চন্দ্রশেখর আজাদ।
সমাজবাদী পার্টিকেও এক হাত নিয়েছেন তিনি। তিনি বলেন – “সমাজবাদী পার্টি নতুনদের সুযোগ দিতে চান না। এখন আমাদের জোট জনগণের সাথে, কারণ তারা আমাদের ভোট দেবে। অখিলেশ আমাদের জনগণকে এমএলএ বানাতে পারবেন না। আমাদের নিজেদের যুদ্ধ নিজেদেরই লড়তে হবে।”
প্রসঙ্গত, ২০১৭ সালে সাহারানপুরে দলিত ও উচ্চবর্ণের ঠাকুরদের সংঘর্ষের পরে ‘ভীম আর্মি’ পরিচিতি পায়। সংঘর্ষের পর চন্দ্রশেখর আজাদকে গ্রেফতার করা হয়। যদিও এলাহাবাদ হাইকোর্ট তাকে জামিন দেয়। তারপর উত্তরপ্রদেশ পুলিশ তাকে জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে গ্রেপ্তার করে। ১৬ মাস জেলে থাকার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান।
- With IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন