

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের শেষ পর্বের আগে ধাক্কা খেল বিজেপি। সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে মায়াঙ্ক যোশী। আজমগড়ে একটি নির্বাচনী প্রচার সভায় অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দেন মায়াঙ্ক যোশী।
সমাজবাদী পার্টির তরফ থেকে ট্যুইটারে বলা হয়, "উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হেমবতী নন্দন বহুগুণাজীর নাতি যুবনেতা মায়াঙ্ক যোশী আজমগড়ে দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টির সদস্যপদ গ্রহণ করেছেন। তাঁকে ধন্যবাদ ও স্বাগত জানাই।"
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশে চলমান বিধানসভা নির্বাচনে ছেলের জন্য বিজেপির কাছে লখনউ ক্যান্টনমেন্ট আসনটি চেয়েছিলেন রীতা বহুগুনা যোশী। ছেলেকে টিকিট না দিলে নিজের লোকসভা মেম্বারশিপ ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু বিজেপি তাঁর ছেলে মায়াঙ্ক যোশীকে টিকিট দেননি।
যদিও বিজেপির এই সিদ্ধান্তের পর নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেননি এলাহাবাদের বিজেপি সাংসদ। তিনি বলেছিলেন দলের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।
মায়াঙ্ক যোশীর সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার খবরে জল্পনা শুরু হয়েছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে। তাহলে কি রীতা বহুগুণা যোশীও বিজেপি ছাড়ছেন? ছেলেকে নির্বাচনের টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি? যদিও সূত্রের খবর, রীতা বহুগুনা যোশী তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি বিজেপিতেই থাকছেন।
আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন