

বিহারে এনডিএ জোটসঙ্গী এবং নীতিশ সরকারের অংশীদার হলেও উত্তরপ্রদেশে ঘোরতর বিজেপি বিরোধী মুকেশ সাহানীর বিকাশশীল ইনসান পার্টি। উত্তরপ্রদেশ বিধানসভায় ৫৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ভিআইপি-দল রাজ্যের শাসন ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে বদ্ধপরিকর। তাই বেছে বেছে ভোট কাটার লক্ষ্যে ভিআইপি প্রার্থী দিয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধেই।
মুকেশ সাহানীর এই পদক্ষেপের সঙ্গে অনেকেই তুলনা টানছেন ২০২০ বিহার বিধানসভা নির্বাচনে চিরাগ পাশোয়ানের ভূমিকার। যেখানে ঘোরতর নীতিশ বিরোধী চিরাগ পাশোয়ান বেছে বেছে জেডি(ইউ) প্রার্থীদের বিরুদ্ধে দলীয় প্রার্থী দিয়ে জেডি(ইউ)-র যাত্রাভঙ্গ করেছিলেন। সেবার মূলত চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টির ভোট কাটার কারণেই রাজ্যের একাধিক আসনে পরাজিত হতে হয় জেডিইউ-কে।
বিহারের মতই একইভাবে এবার উত্তরপ্রদেশেও বেশ কিছু আসনে ভিআইপি প্রার্থীদের কারণে বিজেপি প্রার্থীদের হারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ যেভাবে আসন বেছে বেছে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে মুকেশ সাহানীর দল তাতে একাধিক আসনেই বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারে এই দল।
ভিআইপি দলের পক্ষ থেকে নিজেদের উদ্দেশ্যও গোপন করছেন না দলীয় নেতৃত্ব। তাদের স্পষ্ট বক্তব্য, বিজেপিকে ক্ষমতা থেকে সরানোই আমাদের একমাত্র লক্ষ্য। সেই কারণে ভিআইপি-র পক্ষ থেকে যেখানে তাদের প্রার্থী নেই সেখানে সমাজবাদী পার্টি, বিএসপি অথবা অন্য কোনো শক্তিশালী প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্যযোগ্যভাবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) যে ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে কোনো প্রার্থী দেয়নি ভিআইপি। অন্যদিকে সমাজবাদী পার্টি বা বিএসপি-র নিষাদ, মাল্লা অথবা সাহানী প্রার্থী যেখানে যেখানে আছে সেখানেও কোনো প্রার্থী দাঁড় করায়নি মুকেশ সাহানীর দল। ফলত, ভিআইপি-র এই পদক্ষেপে বিজেপির ক্ষতি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও পুরো বিষয়টিই বোঝা যাবে আগামী ১০ মার্চ নির্বাচনী ফলাফল প্রকাশের পর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন