
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ত্রিপুরায় মোট ৬০ টি কেন্দ্র। একদফাতেই ভোট হবে। ২৮ লক্ষেরও বেশি মানুষ আজ ভোটদানে অংশগ্রহণ করবেন। গণনা আগামী ২ মার্চ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন