Maharashtra: মহারাষ্ট্রে সরকার গড়বে মহা বিকাশ আঘাদি - ভোট দিয়ে বেরিয়ে দাবি অভিনেতা রীতেশ দেশমুখের

People's Reporter: রীতেশ বলেন, “মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোটই সরকার গড়বে।“ তাঁর দুই ভাইয়ের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে, আত্মবিশ্বাসের সাথে অভিনেতা জবাব দেন, “আমার দুই ভাই অবশ্যই জয়ী হবে।“
ভোটকেন্দ্রে স্ত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে রীতেশ (বামদিকে) এবং ভাইয়ের হয়ে প্রচারে রীতেশ (ডানদিকে)
ভোটকেন্দ্রে স্ত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে রীতেশ (বামদিকে) এবং ভাইয়ের হয়ে প্রচারে রীতেশ (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

মহা বিকাশ আঘাদি জোটই জিতবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন অভিনেতা রীতেশ দেশমুখ।

চলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। ২৮৮ আসনে এক দফাতেই নির্বাচন। ভিড় এড়াতে সকাল সকাল স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে লাতুরের একটি ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন বলিউড স্টার রীতেশ দেশমুখ। বিরোধী জোট মহা বিকাশ আঘাদির জয় নিয়ে আশাবাদী তিনি। পাশাপাশি তিনি তাঁর দুই ভাইয়ের জয় নিয়েও আশাবাদী।

 ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতেশ বলেন, “মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোটই সরকার গড়বে।“ তাঁর দুই ভাই – অমিত দেশমুখ এবং ধীরজ দেশমুখের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে, আত্মবিশ্বাসের সাথে অভিনেতা জবাব দেন, “আমার দুই ভাই অবশ্যই জয়ী হবে।“

রাজ্যের ভাল ভবিষ্যতের জন্য সমস্ত জনগণকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন রীতেশ। তিনি বলেন, “আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রতি পাঁচ বছরে এইদিন একবার আসে। এটা এমন একটা দিন যেদিন আপনি আপনার পছন্দের নেতাকে বেছে নেবেন, যিনি আগামী পাঁচ বছর আপনার প্রতিনিধিত্ব করবেন। আমি সকল ভোটারদের, বিশেষ করে প্রথমবার যারা ভোট দেবেন, ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের বৃদ্ধ বাবা-মা বা ঠাকুমা ঠাকুরদাকে ভোট কেন্দ্রে আনতে ভুলবেন না।“

ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিয়েছেন জেনেলিয়া ডি'সুজাও। তিনি বলেন, ‘প্রত্যেকেরই ভোট দেওয়ার অধিকার আছে। আপনার একটি ভোটই উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করতে পারে।“

মহারাষ্ট্রের প্রয়াত মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ দেশমুখ। লাতুর অঞ্চলের সাথে রীতেশের পরিবারের শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাঁর ভাই অমিত দেশমুখ লাতুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অর্চনা পাটিল চাকুরকার। রীতেশের আর এক ভাই ধীরজ দেশমুখ লাতুর গ্রামীণ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে দুই ভাইয়ের হয়েই প্রচার করেছেন রীতেশ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in