Punjab: আম আদমি পার্টির মন্ত্রিসভার ৬৪ শতাংশের বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস, ৮২ শতাংশই কোটিপতি

ADR জানিয়েছে, ৫ জন মন্ত্রীর (৪৫ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। বাকিদের স্নাতক বা তারও বেশি ডিগ্রি রয়েছে।
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও কেজরিওয়াল
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও কেজরিওয়ালফাইল চিত্র
Published on

পাঞ্জাবে সদ্য শপথ নেওয়া আম আদমি পার্টির ১১ জন মন্ত্রীর মধ্যে সাতজনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এর মধ্যে চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচনী অধিকার সংক্রান্ত সংস্থা ‍অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক ফর রিফর্মস বা ADR সোমবার একথা জানিয়েছে।

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ মোট ১১ জন পূর্ণমন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন। পাঞ্জাব ইলেকশন ওয়াচ এবং ADR মন্ত্রীদের হলফনামা বিশ্লেষণ করে সোমবার এক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ১১ জন মন্ত্রীর মধ্যে সাতজনের (৬৪ শতাংশ) বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস। ‌ এর মধ্যে চারজনের (৩৬ শতাংশ) বিরুদ্ধে রয়েছে গুরুতর ক্রিমিনাল কেস।

১১ জন মন্ত্রীর মধ্যে ৯ জনই (৮২ শতাংশ) কোটিপতি। তাঁদের সম্পদের গড় পরিমাণ ২.৮৭ কোটি টাকা। সব থেকে বেশি সম্পদের মালিক হোশিয়ারপুরের ব্রাম শঙ্কর। ৮.৫৬ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর। হলফনামা অনুযায়ী সবথেকে বেশি ঋণও রয়েছে এই মন্ত্রীর। ১.০৮ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে তাঁর ঘাড়ে। মোট ৯ জন মন্ত্রী ঋণগ্রস্ত।

ADR জানিয়েছে, ৫ জন মন্ত্রীর (৪৫ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। বাকিদের স্নাতক বা তারও বেশি ডিগ্রি রয়েছে। ছ'জনের বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে এবং বাকি পাঁচজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও কেজরিওয়াল
মোদীর মন্ত্রিসভায় ৪২% মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস, ৯০ শতাংশই কোটিপতি: ADR রিপোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in