Ram Temple: "২০১৯-এ পুলওয়ামা হামলা, এবার রামমন্দির দেখিয়ে ভোট পেতে চাইছে বিজেপি" - ডি সুধাকর

People's Reporter: সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুধাকর জানান, রামমন্দিরের উদ্বোধন একটা চমক ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষ বোকা নয়। এর আগে আমাদের দু’বার বোকা বানানো হয়েছে।
কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকর
কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকরফাইল ছবি সংগৃহীত
Published on

শেষ লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির কোনও ইস্যু ছিলনা। সেবার বিজেপি সরকার পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলাকে সামনে রেখে নির্বাচন লড়েছিল এবং এবার ভগবান রামকে সামনে রেখে নির্বাচনে লড়তে যাচ্ছে। শনিবার এই মন্তব্য করেছেন কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী ডি সুধাকর।

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুধাকর জানান, রামমন্দিরের উদ্বোধন একটা চমক ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষ বোকা নয়। এর আগে আমাদের দু’বার বোকা বানানো হয়েছে। আমি নিশ্চিত, আমাদের তৃতীয় বারের জন্য বোকা বানানো যাবেনা।

তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধন করা হবে। আমি এবং কংগ্রেস বিধায়ক রঘু মূর্তি রাম মন্দিরের জন্য সাহায্য করেছি। আমরা ইট দান করেছি। ভগবান রাম সকলের জন্য। লোকসভা নির্বাচনের মুখে রাম মন্দিরের উদ্বোধন নিছক চমক ছাড়া আর কিছু নয়।

কর্ণাটকের মন্ত্রী বলেন, বিজেপি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোট পেতে চাইছে। সাংবাদিকদের তিনি প্রশ্ন করেন, গত লোকসভা নির্বাচনের আগে কোথায় ছিল রামমন্দির?

কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকর
NDA vs I-N-D-I-A: ফের শিবির বদলাবেন নীতিশ কুমার? আশাবাদী বিজেপি
কর্ণাটকের মন্ত্রী ডি সুধাকর
Maharashtra: আলোচনা শুরুর আগেই ২৩ আসন দাবি উদ্ধব ঠাকরের - ইন্ডিয়া মঞ্চে জট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in