Lok Sabha Polls 24: 'কল্যাণ ব্যানার্জী ১ লক্ষ ভোটে হারবে', 'তৃণমূলের' পোষ্টার নিয়ে বিতর্ক শুরু

People's Reporter: সবুজ রঙের সেই ফ্লেক্সে সাদা অক্ষরে লেখা রয়েছে, “২০২৪ আসন্ন লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে।“
হাওড়ায় পোষ্টার কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে
হাওড়ায় পোষ্টার কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

২০ মে পঞ্চম দফার নির্বাচন শ্রীরামপুরে। তার আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়ল। পাশাপাশি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধেও পোস্টার পড়ে। তাৎপর্যপূর্ণভাবে, এই পোস্টারের নীচে তৃণমূলেরই নাম রয়েছে। যা নিয়ে পঞ্চম দফা ভোটের আগে তোলপাড় শ্রীরামপুর।

শুক্রবার সকালে শ্রীরামপুরের অন্তর্গত হাওড়ার ডোমজুর বিধানসভার সলপ এলাকার বিভিন্ন জায়গায় বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স পড়লো। সলপ বাজার, স্কুল, বটতলা, সলপ ব্রিজ ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে দেখা গেল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স।

সবুজ রঙের সেই ফ্লেক্সে সাদা অক্ষরে লেখা রয়েছে, “২০২৪ আসন্ন লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জী এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে।“

পোস্টারে কল্যাণের পাশাপাশি ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরূদ্ধে তোলাবাজির কথাও লেখা হয়। এলাকার তৃণমূল নেত্রী লক্ষ্মী পন্ডিতের বিরুদ্ধেও মন্তব্য করা হয়।

পোস্টারে লেখা রয়েছে, “কল্যাণ ঘোষ ও লক্ষ্মী পন্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজুড় বিধানসভা থেকে ২৫ হাজার ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জী। নীচে লেখা আছে “প্রচারে – তৃণমূল কংগ্রেস।“

তবে এই ফ্লেক্স কে বা কারা লাগিয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই বিষয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ঘোষ কারোরই প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

হাওড়ায় পোষ্টার কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে
Lok Sabha Polls 24: পঞ্চম দফায় উত্তরপ্রদেশে হেভিওয়েট ভোট! কঠিন পরীক্ষায় স্মৃতি-রাজনাথ-রাহুল
হাওড়ায় পোষ্টার কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে
Lok Sabha Polls 24: কুরুক্ষেত্রে গণতন্ত্র বাঁচানোর ডাক কৃষকদের! বিপাকে বিজেপি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in