রাজনীতি কখনো ধর্ম থেকে পৃথক ছিল না, এরা সবসময় একে অপরের পরিপূরক: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ধামি বলেন, "উত্তরাখণ্ডে এবারও বিজেপি জিতবে। এইবারে আমাদের স্লোগান 'ইস বার ৬০ পার' (এই বার ৬০ ছাড়াবো)।"
আরতি করছেন পুষ্কর সিং ধামি
আরতি করছেন পুষ্কর সিং ধামিছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
Published on

রাজনীতি কখনোই ধর্ম থেকে আলাদা ছিল না, আলাদা থাকবেও না। রাজনীতি এবং ধর্ম সবসময় একে অপরের পরিপূরক। দু'দিনের অযোধ্যা সফরে এসে এই মন্তব্য করলেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম রাম জন্মভূমিতে এসেছেন পুষ্কর সিং ধামি। দিল্লি সেবা ধাম দ্বারা নির্মিত একটি আশ্রমের ভূমিপুজা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখে এসেছি অযোধ্যায় রাম মন্দির স্থাপন হবে। এখন তা সত‍্যি হচ্ছে। লখনৌ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় অনেকবার অযোধ্যা এসেছি আমি। কিন্তু এইবারের ব‍্যাপারটা একেবারেই আলাদা।"

তিনি বলেন, "আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অযোধ‍্যা আসিনি ‌ আমি অখিল ভারতীয় ছাত্র পরিষদ (ABVP)-এর সঙ্গে যুক্ত। কমপক্ষে ৫০ বার অযোধ্যায় এসেছি। রাজনীতি কখনো ধর্ম থেকে আলাদা ছিল না, থাকবেও না। আসলে দুইই একে অপরের পরিপূরক।"

কৃষকদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কৃষক পরিবারের সদস্য। আবার আমার পরিবারের লোকজন সেনাবাহিনীতেও রয়েছেন। আমাদের সরকার কৃষকদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত প্রকল্প উত্তরাখণ্ডে বাস্তবায়িত করা হয়েছে।"

উত্তরাখণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ধামি বলেন, "উত্তরাখণ্ডে এবারও বিজেপি জিতবে। এইবারে আমাদের স্লোগান 'ইস বার ৬০ পার' (এই বার ৬০ ছাড়াবো)।"

অযোধ‍্যায় একাধিক মন্দিরে প্রার্থনা জানিয়েছেন পুষ্কর সিং ধামি। মনি রামদাস ছাবনী পিঠে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত‍্যগোপাল দাসের সাথে দেখা করেন তিনি।

-‌ With IANS Inputs

আরতি করছেন পুষ্কর সিং ধামি
আরো ভাঙছে উত্তরাখণ্ড BJP! কংগ্রেসে যোগ দিতে প্রস্তুত একাধিক MLA

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in