Maharashtra Polls 24: বিরোধীদের ফোন ট্যাপের অভিযোগ! ভোটের আগে মহারাষ্ট্রের ডিজিকে সরাল কমিশন

People's Reporter: রশ্মি শুক্লের বিরুদ্ধে সম্প্রতি ফোন ট্যাপের অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের বিরোধী শিবির কংগ্রেস, শিবসেনা (ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)। এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেন বিরোধীরা।
রশ্মি শুক্ল
রশ্মি শুক্ল ছবি - সংগৃহীত
Published on

চলতি মাসেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্লকে পদকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সে রাজ্যের মুখ্যসচিব সুজাতা সৌনিককে এই নির্দেশ কার্যকর করতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি, ওই পদের জন্য প্রস্তাবিত তিনটি নামের তালিকা মঙ্গলবার দুপুর ১ টার মধ্যে কমিশনকে পাঠানোর জন্য বলা হয়েছে।

১৯৮৮ সালের ব্যাচের আইপিএস রশ্মি শুক্ল মহারাষ্ট্র পুলিশের প্রথম মহিলা ডিজি। জানা গেছে, রশ্মি শুক্লের বিরুদ্ধে সম্প্রতি ফোন ট্যাপের অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের বিরোধী শিবির কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)। এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেন বিরোধীরা। অভিযোগ, রশ্মি শুক্ল দায়িত্বে থাকলে মহারাষ্ট্রে সুষ্ঠু ভাবে নির্বাচন হবে না।

শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত সম্প্রতি অভিযোগ করেছেন, ২০১৯ সালে তাঁদের সরকার গঠনের সময় সরাসরি বিজেপির হয়ে কাজ করছিলেন শুক্ল। রাউত বলেন, “তিনি (শুক্ল) আমাদের ফোন ট্যাপ করেছিলেন। আমরা কখন কোথায় কী করতে চলেছি, সেই সব খবর দেবেন্দ্র ফড়নবীশকে দিয়েছিলেন। তিনি সুষ্ঠু ভাবে নির্বাচন করাবেন, এই আশা আমরা কী ভাবে রাখব?”

অন্যদিকে মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে চিঠি পাঠিয়ে শুক্লকে পুলিশের ডিজি পদ থেকে সরানোর আর্জি জানিয়েছেন।

এই পরিস্থিতিতে সোমবার নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব সুজাতা সৌনিককে অবিলম্বে শুক্লকে ডিজি পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে। ওই পদের জন্য প্রস্তাবিত তিনটি নামের তালিকা মঙ্গলবার দুপুর ১ টার মধ্যে কমিশনকে পাঠানোর জন্য বলা হয়েছে। সূত্রের খবর, শুক্লের পরবর্তী সবচেয়ে সিনিয়র আইপিএসকে ডিজি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এক দফাতেই সে রাজ্যের ২৮৮ টি কেন্দ্রে ভোট হতে চলেছে। ভোট গণনা ২৩ নভেম্বর।

রশ্মি শুক্ল
Maharashtra Polls 24: বোরিভালি থেকে মনোনয়ন প্রত্যাহার বিক্ষুব্ধ বিজেপি নেতা গোপাল শেট্টির
রশ্মি শুক্ল
Jharkhand Polls 24: ঝাড়খণ্ডে ফের জেএমএম শিবিরে ভাঙন, হেমন্ত সোরেনের প্রস্তাবকের বিজেপিতে যোগ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in